বিদ্যাঘর পাঠকগণ ও অবদানকারীগণ কিছু নীতিমালা দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যাঘর অর্গ নীতিমালা নিন্মে বর্ণিত হলো –
বিদ্যাঘর পাঠক নীতিমালা –
বিদ্যাঘর ডট অর্গ বিশ্বাস করে এর পাঠকগণ সৃজনশীল ও মুক্তমনের অধিকারী। একই সাথে সকল কুসংস্কার ও অন্যায়ের প্রতিবাদে এক একজন নির্ভীক সৈনিক। তাই এর পাঠকগণ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠিকে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করতে জ্ঞান ছড়িয়ে দিতে কার্পণ্য করে না এবং সত্যের পক্ষে পাহাড়ের মত অটল থাকার দৃঢ় প্রত্যয়ে বলীয়ান।
বিদ্যাঘর ডট অর্গ এও বিশ্বাস করে এর পাঠকগণ সৎ এবং নিষ্ঠাবান। তাই তারা অন্যায়, মিথ্যাচার বা কোন প্রকার জালিয়াতির আশ্রয় নেয় না। তাই কোন পাঠক যদি এই ওয়েবসাইটের কোন তথ্য, চিত্র, অডিও, ভিডিও বা কোন কিছু নিয়ে জালিয়াতি, মিথ্যাচার বা বিভ্রান্তি ছড়ায় তবে তার দায়ভার পাঠকের একান্ত নিজের।
বিদ্যাঘর ডট অর্গ আরও বিশ্বাস করে এর পাঠকগণ আধুনিক, বিজ্ঞানমনস্ক ও আত্ম সচেতন। তাই তারা জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা আইন মেনে চলে সকল প্রকার প্রতারকের হাত থেকে নিজেকে নিরাপদ রাখে এবং অন্যকেও নিরাপদ থকতে সহযোগীতা করে। তাই সাইট ব্রাউজ করার সময় যে কোন সমস্যা বা ঝুঁকি পাঠকগণ নিজেই বহন করবেন।
বিদ্যাঘর অবদানকারী নীতিমালা –
বিদ্যাঘর অর্গ নীতিমালা অনুযায়ী বিদ্যাঘর ডট অর্গে কেউ অবদান রাখতে চাইলে সাইটে নিবন্ধন করতে হয়। এক্ষেত্রে বিদ্যাঘর ডট অর্গ অবদানকারীকে কোন প্রকার আর্থিক মুনাফা প্রদান করে না। অবদানকারী একজন সেচ্ছাসেবী হিসেবে সেবামূলক দৃষ্টিকোণে তথ্য সরবরাহকারী হিসেবে অঙ্গীকারবদ্ধ থাকবেন। বিদ্যাঘর ডট অর্গে অবদানকারী হিসেবে নিবন্ধিত হতে চাইলে আপনার বৃত্তান্ত লিখে ইমেইল করুন ( bidyaghor@gmail.com ) এই ঠিকানায়। পরবর্তীতে অবদানকারীর সকল নীতিমালা ও কার্যাবলী ইমেইলের মাধ্যমে জানানো হবে।
কপিরাইট নীতিমালা –
বিদ্যাঘর ডট অর্গ এই ওয়েভসাইটে ব্যবহৃত সকল তথ্য, চিত্র, অডিও, ভিডিও প্রায় সমস্ত কিছুই বিদ্যাঘর নেটওয়ার্কের নিজস্ব সম্পদ। তাই বিদ্যাঘর ডট অর্গ নীতিমালা অনুযায়ী বিদ্যাঘর ডট অর্গের কোন কন্টেন্ট যে কোন আকারে পুনঃউৎপাদন অথবা পুনঃবিতরণ করা যাবে না। তবে যে কোন সেবামূলক বা অলাভজনক প্রতিষ্ঠান শিক্ষণের কাজে অথবা গবেষণায় ব্যবহার করতে পারবে।
বিদ্যাঘর ডট অর্গ এই ওয়েভসাইটে ব্যবহৃত কোন তথ্য, চিত্র, অডিও, ভিডিও কোন আকারেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এই নীতিমালাটি শুধুমাত্র বিদ্যাঘর ডট অর্গ এর জন্য প্রযোজ্য।