Skip to content

বিদ্যাঘর

জানার স্বাধীনতা

বিদ্যাদ্বার সমূহ –

নীড়পাতা সর্বজনীন প্রাথমিক মাধ্যমিক উচ্চতর পেশাগত
  • facebook
  • twitter
  • youtube
  • সাইট ম্যাপ

বিদ্যাঘর / বিদ্যাদ্বার (পেশাগত)


যে কোন স্তরের শিক্ষা সমপনান্তে শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য থাকে কর্মসংস্থান। তাই শিক্ষাজীবনে লব্ধ শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি দক্ষতা ও শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কর্মপ্রত্যাশিদের প্রয়োজনীয় সকল তথ্য ও দিকনির্দেশনা নিয়ে সাজানো হয়েছে পেশাগত বিদ্যাদ্বার।

- এই বিদ্যাদ্বারটিকে পেশাগত প্রয়োজনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে । এটিকে, অর্জিত জ্ঞানের ভিত্তিতে পেশা নির্বাচন অথবা পেশার ভিত্তিতে জ্ঞান অর্জন দুটি দিককেই প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি পেশা সংক্রান্ত আরও অনেক প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

- উপরে উল্ল্যেখিত সকল দিক বিবেচনায় বিদ্যাঘর তথ্য ভান্ডারের ভার্সন ১.০ এ পেশাগত বিদ্যাদ্বারটিতে ৪টি বিদ্যাগুচ্ছ প্রস্তুত করা হয়েছে। নিচে বিদ্যাগুচ্ছ সংক্রান্ত সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করা হলোঃ -


বিভিন্ন পেশা ও আমার লক্ষ্য

  - এই বিদ্যাগুচ্ছটিতে বিজ্ঞানের প্রায়োগিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে বাস্তব জীবনে প্রয়োজনীয় অনেক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্য, জ্ঞান, দক্ষতা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটিতে যে সকল বিষয় বা বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে এই বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করতে পারেন।

বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন

বাংলাদেশে আউটসোর্সিং

  - এই বিদ্যাগুচ্ছটিতে বিজ্ঞানের প্রায়োগিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে বাস্তব জীবনে প্রয়োজনীয় অনেক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্য, জ্ঞান, দক্ষতা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটিতে যে সকল বিষয় বা বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে এই বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করতে পারেন।

বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন

উদ্যোক্তা হতে করনীয়

  - এই বিদ্যাগুচ্ছটিতে বিজ্ঞানের প্রায়োগিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে বাস্তব জীবনে প্রয়োজনীয় অনেক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্য, জ্ঞান, দক্ষতা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটিতে যে সকল বিষয় বা বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে এই বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করতে পারেন।

বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন

সরকারি চাকরির প্রস্তুতি

  - এই বিদ্যাগুচ্ছটিতে বিজ্ঞানের প্রায়োগিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে বাস্তব জীবনে প্রয়োজনীয় অনেক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্য, জ্ঞান, দক্ষতা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটিতে যে সকল বিষয় বা বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে এই বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করতে পারেন।

বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন

পেশা বাতায়ন

  - এই বিদ্যাগুচ্ছটিতে বিজ্ঞানের প্রায়োগিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে বাস্তব জীবনে প্রয়োজনীয় অনেক বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা, তথ্য, জ্ঞান, দক্ষতা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটিতে যে সকল বিষয় বা বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে তা জানতে এই বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করতে পারেন।

বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন
« সর্বজনীন বিদ্যাদ্বার ভ্রমণ করুন মূলপাতা ভ্রমণ করুন »

.

বিদ্যাঘর সম্পর্কে গোপনীয়তা নীতি যোগাযোগ বিদ্যাঘর © ২০২০