বিদ্যাঘর / বিদ্যাদ্বার
প্রাথমিক বিদ্যাদ্বার
বিদ্যাঘর তথ্য ভান্ডারের প্রথম স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যাদ্বার। এই বিদ্যাদ্বারটিতে, বিদ্যাঘর তথ্য ভান্ডারে আলোচিত বিষয়গুলোর প্রাথমিক অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে, বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
- এই বিদ্যাদ্বারটিকে ২টি প্রয়োজনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে যথাঃ ১. সাধারণ প্রয়োজন। ২. আত্মিক প্রয়োজন। এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক সহ আরও অনেক প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- উপরে উল্ল্যেখিত সকল দিক বিবেচনায় বিদ্যাঘর তথ্য ভান্ডারের ভার্সন ১.০ এ প্রাথমিক বিদ্যাদ্বারটিতে ১০টি বিদ্যাগুচ্ছ প্রস্তুত করা হয়েছে। নিচে বিদ্যাগুচ্ছ সংক্রান্ত সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করা হলোঃ -
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
ইংরেজি ভাষা হচ্ছে সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি ভাষা শিক্ষা একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই লক্ষ্যে 'ইংরেজির হাতেখড়ি' বিদ্যাগুচ্ছটি প্রস্তুত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার সাদৃশ্য বৈসাদৃশ্য উপলব্ধি করে ইংরেজি ভাষা শিক্ষার ভিত শক্ত করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
এই বিদ্যাগুচ্ছটি গণিত শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী অঙ্ক, সংখ্যা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ গণিতের আরও অন্যান্য বিষয়ের খুটিনাটি খুব সহজভাবে জানতে ও বুঝতে পারবে। একইসাথে এই বিদ্যাগুচ্ছটিতে অনেক সমস্যা সমাধান করে দেখানো হয়েছে যা একজন শিক্ষার্থীকে বাস্তব জীবনে গণিতের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে সহযোগীতা করবে। এই বিদ্যাগুচ্ছটি শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থীর বিজ্ঞানের সাথে পরিচয় ঘটানো হয়েছে। এটি শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে। আমদের পৃথিবীর সকল প্রকৃতিক ও রহস্যময় ঘটনার অন্তরালে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করার দায়িত্ব বিজ্ঞানের। বিজ্ঞান প্রতিনিয়ত এই কাজটিই নিখুতভাবে করে যাচ্ছে। এখানে পরিচিত অনেক প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিজ্ঞানের সাথে পরিচয় ঘটানো হয়েছে। যাতে শিক্ষার্থীর কাছে বিজ্ঞান ও তার ধারণাগুলো আনন্দময় হয়ে উঠে।
এই বিদ্যাগুচ্ছটি বাংলাদেশ বিষয়কে সম্পর্কিত করে প্রস্তুত করা হয়েছে যা শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে পূরণ করবে। বাংলাদেশ সম্পর্কিত এই বিদ্যাগুচ্ছটি বাংলাদেশের পরিচিতি, ইতিহাস, ঐতিয্য, জলবায়ু, সম্পদ, অর্থনীতি ও আরও নানা দিক বিবেচনায় একটি সম্যক ধারণা প্রদান করবে।
এই বিদ্যাগুচ্ছটি বিশ্ব সম্পর্কে একটি সম্যক ধারণা দিতে তৈরী করা হয়েছে। যা একজন শিক্ষার্থীর বিশ্ব সম্পর্কে জানার কৌতুহলকে বাড়িয়ে দিবে। এই বিদ্যাগুচ্ছের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতী, সংস্কৃতি, ভৌগলিক পরিবেশ তথা বিশ্ব ও মহাবিশ্ব সম্পর্কে প্রাথমিক তথ্যাদি তুলে ধরা হয়েছে।
আনন্দহীন হৃদয় জ্ঞান অন্বেষণ করতে পারে না। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি চিত্ত বিনোদন অত্যন্ত জরুরী। তাই শিক্ষার্থীর এই আত্মিক প্রয়োজনীয়তাকে উপলব্ধ করে এই বিদ্যাগুচ্ছটি প্রস্তুত করা হয়েছে। এই বিদ্যাগুচ্ছের মাধ্যমে শিক্ষার্থীকে সুস্থ খেলাধুলা ও বিনোদনের সাথে পরিচয় ঘটানো হয়েছে। যা শিক্ষার্থীর জ্ঞান অর্জনের চেষ্টাকে আরোও আনন্দময় ও পরিপূর্ণ করবে।
ধর্ম মানুষের মনের জড়তা, কঠোরতা, হীনতা, নীচুতাকে দূর করে তাকে মানবিক করে তুলে। তাই প্রত্যেক শিক্ষার্থীর স্ব স্ব ধর্মিও জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরী। একই সাথে অন্যান্য ধর্ম সম্পর্কেও কিছুটা জ্ঞান থাকা জরুরী, এতে সকল ধর্মের মানুষের প্রতি সম্মান ও আন্তরিকতা বাড়ে। কেননা সকল ধর্মের মৌলিক উদ্দেশ্য এক আর তা হলো মানুষের অপরাধ প্রবনতা কমিয়ে মানুষকে মানবিক করে তুলা। আর এই মূল্যবোধ যার মাঝে থাকবে সে কখনই ধর্মিয় বৈসাদৃশ্যকে পুজি করে সমাজে অশান্তি ও মানুষে মানুষে ভেদাভেদ তৈরী করবে না। তাই সকল ধর্মের সঠিক ও প্রয়োজনীয় তথ্যাদি তুলে ধরার জন্য এই বিদ্যাগুচ্ছটি প্রস্তুত করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য প্রাথমিক স্তরের অর্জিত জ্ঞানকে আরও সম্প্রসারিত ও সুসংহত করা। মাধ্যমিক স্তরের শিক্ষা শেষে শিক্ষার্থীরা সামর্থ অনুযায়ী উচ্চ শিক্ষার বিভিন্ন ধারায় অথবা কর্মজীবনে সম্পিক্ত হয়। তাই মাধ্যমিক স্তরের বিভিন্ন ধারার শিক্ষা ও সঠিক গাইড লাইন জানা শিাক্ষার্থীর জন্য খুবই জরুরী। এ লক্ষ্যে এই বিদ্যাগুচ্ছটিতে প্রয়োজনীয় সকল তথ্যাদি সংযু্ক্ত করা হয়েছে। এবং সময়ের সাথে সাথে এ তথ্যাদি আপডেট করা হবে।
প্রাথমিক বিদ্যাদ্বারের নিউজ সেকশান হিসেবে কাজ করে প্রাথমিক শিক্ষা বাতায়ন। এই বিদ্যাগুচ্ছটিতে, প্রাথমিক স্তরের সাথে সম্পর্কিত নানা ধরনের প্রয়োজনীয় তথ্যাদি, সাম্প্রতিক সময়ের নানা ঘটনা ও প্রয়োজনীয় সকল তথ্য ইত্যাদি নিয়মিত হালনাগাত করা হয়।
.