জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এক সাথে পেতে এই পোস্টটি সহায়ক হবে। প্রতি বছর এই পোস্টটিকে তথ্য দিয়ে আপডেট করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিস্তারিত জানুন।
বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার।এই ভর্তি তথ্য সবার আগে জানতে বিজিট করুন আমাদের বিদ্যাঘর ওয়েব সাইট।
মোট ইউনিট সংখ্যাঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৪টি ইউনিট রয়েছে।
- বিজ্ঞান শাখা(ইউনিট-১)
- মানবিক শাখা(ইউনিট-২)
- ব্যবসায় শাখা(ইউনিট-৩)
- বিশেষায়িত শাখা(বিশেষায়িত ৪টি বিষয়)
বিভিন্ন ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যাঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ইউনিট ১ এর বিষয়সমূহ ও আসন সংখ্যা
এই ইউনিটে বিজ্ঞান অনুষদ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ এর বিষয়গুলো রয়েছে।এই ইউনিটে মোট ১৩টি বিষয় রয়েছে এবং মোট ৮২৫টি আসন রয়েছে।
- পদার্থ(৮০)
- রসায়ন(৮০)
- গনিত(৮০)
- পরিসংখ্যান(৮০)
- প্রাণিবিদ্যা(৮০)
- উদ্ভিদবিজ্ঞান(৮০)
- ভূগোল ও পরিবেশ(৮০)
- মনোবিজ্ঞান(৮০)
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(৫০)
- অনুজীব বিজ্ঞান(৪০)
- ফার্মেসী(৩৫)
- প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান(৩০)
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি(৩০)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ইউনিট ২ এর বিষয়সমূহ ও আসন সংখ্যা
এই ইউনিটে কলা অনুষদ,সামাজিক বিজ্ঞান অনুষদ,আইন অনুষদ,শিক্ষা ও গবেষনা অনুষদ(আইইআর) এবং ইনস্টিটিউট অব মর্ডান ল্যাংগুয়েজেস(আইএমএল) অনুষদের বিষয়গুলো রয়েছে।এই ইউনিটে মোট ১৭টি বিষয় রয়েছে এবং মোট ১২৭০ টি আসন রয়েছে।তার মধ্যে বিজ্ঞান শাখার জন্য ২৭০ টি,মানবিক শাখার জন্য ৮৫০ টি,বাণিজ্য ও অন্যান্য শাখার জন্য ১৫০ টি আসন রয়েছে।
- বাংলা(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০, বাণিজ্য-১০)
- ইংরেজী(মোট-৮০,মানবিক-৪০,বিজ্ঞান-২৫,বাণিজ্য-১৫)
- ইতিহাস(মোট-৮০,মানবিক-৭০,বিজ্ঞান-১০,বাণিজ্য-নাই)
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(মোট-৮০,মানবিক-৭০,বিজ্ঞান-১০,বাণিজ্য-নাই)
- ইসলামিক স্টাডিজ(মোট-৮০,মানবিক-৭০,বিজ্ঞান-১০,বাণিজ্য-নাই)
- দর্শন(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-২০,বাণিজ্য-নাই)
- আইন(মোট-৮০,মানবিক-৩০,বিজ্ঞান-৩০,বাণিজ্য-২০)
- ভূমি ব্যবস্থাপনা ও আইন(মোট-৬০,মানবিক-৪০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- এডুকেশন(আইইআর)(মোট-৫০,মানবিক-২৫,বিজ্ঞান-১৫,বাণিজ্য-১০)
- ইংলিস ল্যাংগুয়েজ(আইএমএল)(মোট-৪০,মানবিক-২০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- অর্থনীতি(মোট-৮০,মানবিক-৩৫,বিজ্ঞান-৪০,বাণিজ্য-৫)
- রাষ্ট্রবিজ্ঞান(মোট-৮০,মানবিক-৫০,বিজ্ঞান-২০,বাণিজ্য-১০)
- সমাজবিজ্ঞান(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- সমাজকর্ম(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- নৃবিজ্ঞান(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- গনযোগাযোগ ও সাংবাদিকতা(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- লোকপ্রশাসন(মোট-৮০,মানবিক-৪০,বিজ্ঞান-২০,বাণিজ্য-২০)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ইউনিট ৩ এর বিষয়সমূহ ও আসন সংখ্যা
এই ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের বিষয়গুলো রয়েছে।এই ইউনিটে মোট বিষয় আছে ৪টি এবং মোট আসন রয়েছে ৫২০ টি।এই ইউনিটে মানবিক শাখার জন্য কোনো আসন নেই।
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস(মোট-১৬০, বাণিজ্য-১৪০,বিজ্ঞান ও অন্যান্য-২০)
- ম্যানেজমেন্ট স্টাডিজ(মোট-১৬০,বাণিজ্য-১৪০,বিজ্ঞান ও অন্যান্য-২০)
- মার্কেটিং(মোট-১০০,বাণিজ্য-৯০,বিজ্ঞান ও অন্যান্য-১০)
- ফিন্যান্স(মোট-১০০, বাণিজ্য-৯০,বিজ্ঞান ও অন্যান্য-১০)
বিশেষায়িত ইউনিটঃ
এই ইউনিটে বিশেষায়িত ৪টি বিভাগের বিষয়গুলো রয়েছে।এই ইউনিটে মোট ৪টি বিষয় রয়েছে এবং মোট ১৫০ টি আসন রয়েছে।
- সংগীত(৪০)
- চারুকলা(৪০)
- নাট্যকলা(৪০)
- ফিল্ম এন্ড টেলিভিশন(৩০)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি নূন্যতম যোগ্যতাঃ
যে সকল শিক্ষার্থী ২০১৬ বা ২০১৭ সালে ssc/সমমান এবং ২০১৯ সালে hsc/সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে।
ইউনিট-১(বিজ্ঞান শাখা):ssc ও hsc পরীক্ষায় মোট gpa ৮ থাকতে হবে।তবে কোনো পরীক্ষায় gpa ৩ এর নিচে নয়।
ইউনিট-২( মানবিক শাখা): ssc ও hsc পরীক্ষায় মোট gpa ৭ থাকতে হবে।তবে কোনো পরীক্ষায় gpa ৩ এর নিচে নয়।
ইউনিট-৩(বাণিজ্য শাখা): ssc ও hsc পড়ীক্ষায় gpa ৭.৫ থাকতে হবে।তবে কোনো পরীক্ষায় gpa ৩ এর নিচে নয়।
বিশেষায়িত শাখাঃ ssc ও hsc পরীক্ষায় মোট gpa ৭ থাকতে হবে।তবে কোনো পরীক্ষায় gpa ২.৫ এর নিচে নয় এবং ssc তে বাংলা ও ইংরেজী বিষয়ে অবশ্যই নূন্যতন b গ্রেড থাকতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নাম্বারঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য লিখিত পরীক্ষা গ্রহন করা হবে।মোট সময় ১ঘন্টা ৩০মিনিট।মোট ১০০ নাম্বারের পরীক্ষা হবে যার মধ্যে ৭২ নাম্বার ভর্তি পরীক্ষা থেকে,১২ নাম্বার ssc থেকে এবং ১৬ নাম্বার hsc থেকে থাকবে।লিখিত পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ৬টি করে প্রশ্ন থাকবে যার মান ৪ নাম্বার(৬×৪=২৪)।ইউনিট-১,২ ও ৩ এর জন্য নিম্নলিখিত বিষয়ে পরীক্ষা হবে।
ইউনিট-১( বিজ্ঞান শাখা):
- পদার্থ
- রসায়ন
- গণিত/জীববিজ্ঞান
ইউনিট-২(মানবিক শাখা):
- বাংলা
- ইংরেজি
- বাংলাদেশ ও সমসাময়িক বিশ্ব এবং সাধারণ বুদ্ধিমত্তা।
ইউনিট-৩( বাণিজ্য শাখা):
- হিসাব বিজ্ঞান
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং গাণিতিক বদ্ধিমত্তা
- ভাষাজ্ঞান
বিশেষায়িত শাখাঃ
এই বিভাগে যে ৪টি বিষয় রয়েছে তার জন্য সম্মিলিত কোনো লিখিত পরীক্ষা হবে না।শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক নেয়া হবে।পরীক্ষার ধরন বিভাগই ঠিক করবে।এই বিভাগে নাম্বার বন্টন নিম্নরুপ: ssc থেকে ২০ নাম্বার,hsc থেকে ৩০ নাম্বার ও ব্যবহারিক এবং মৌখিক থেকে ৫০ নাম্বার।
মেধা তালিকা তৈরী এবং প্রার্থী নির্বাচনঃ
বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য এর মধ্যে মেধা তালিকা তৈরী এবং প্রার্থী নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের এস.এস.সি ও এইচ. এস. সি পরিক্ষায় প্রাপ্ত জি.পি.এ এবং লিখিত পরিক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মেধা ও ছাত্রছাত্রীদের দেয়া বিষয় পছন্দক্রমের সমন্বয়ে তৈরী চূড়ান্ত মেধা তালিকার মাধ্যমে বিভাগ ভিত্তিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
এইখানে দুই টি পদ্ধতিতে মেধা তালিকা তৈরী করা হয়। প্রথম টি প্রাথমিক বাছাই। দ্বিতীয় টি চূড়ান্ত বাছাই।
প্রাথমিক বাছাইঃ
আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে (ইউনিট- ১,২ ও ৩) আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ২৫০০০ (পঁচিশ হাজার) প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রাথমিক ভাবে বাছাই করা হবে। পঁচিশ হাজার ভর্তিচ্ছু ছাত্রছাত্রী বাছাই করার জন্য এসএসসি এবং এইচএসসি পরিক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচ এসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। যদি একই পয়েন্ট/ নম্বর প্রাপ্ত ২৫০০০ প্রার্থী একাধিক হয় তাহলে তাদেরকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। পরীক্ষা দেয়ার জন্য যোগ্য প্রাথমিক ভাবে বাছাইকৃত পঁচিশ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেয়া হবে।
চূড়ান্ত বাছাইঃ
চূড়ান্ত বাছাই এর যাবতীয় তথ্য (পরীক্ষার বিষয় সমূহ ও নির্ধারিত নাম্বার ) দ্রষ্টব্য
সতর্কতাঃ
পরীক্ষা কক্ষে যা নিতে হবেঃ
- পরীক্ষার হলে প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড
- অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম
পরীক্ষা কক্ষে যা নেয়া যাবে নাঃ
- ক্যালকুলেটর
- স্মার্ট হাত ঘড়ি, মোবাইল বা কোন ইলেকট্রিক ডিভাইস
- কোন বাড়তি কাগজ ইত্যাদি
তথ্যসূত্রঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট