জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এক সাথে পেতে এই পোস্টটি সহায়ক হবে। প্রতি বছর এই পোস্টটিকে তথ্য দিয়ে আপডেট করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য মোট ইউনিট সংখ্যাঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি ইউনিট আছে।
- A ইউনিট
- B ইউনিট
- C ইউনিট
- D ইউনিট
- E ইউনিট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য বিভিন্ন( ইউনিট/অনুষদের) বিষয় সমূহ ও আসন সংখ্যাঃ
A ইউনিটঃ
- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ (৫৫)
- ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ (৫০)
- দর্শন বিভাগ (৫০)
B ইউনিটঃ
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪০)
- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪০)
- এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪০)
- পরিসংখ্যান বিভাগ (৪০)
C ইউনিটঃ
- হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ (৫০)
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ (৫০)
- হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগ (৫০)
- ব্যবস্থাপনা বিভাগ (৫০)
D ইউনিটঃ
- অর্থনীতি বিভাগ (৫০)
- লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগ (৫০)
- আইন ও বিচার বিভাগ (৫০)
- উন্নয়ন বিভাগ (৫০)
- সমাজ বিজ্ঞান বিভাগ (৫০)
E ইউনিটঃ
- সংগীত বিভাগ (৫৫)
- চারুকলা বিভাগ (৪০)
- থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ (২৫)
- ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (২৫)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য ন্যূনতম যোগ্যতাঃ
A ইউনিটঃ
- মানবিক শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার জন্য উভয় পরিক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
- কারিগরি/মাদ্রাসাসহ অন্যান্য শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৮.৫০ থাকতে হবে।
B ইউনিটঃ
- বিজ্ঞান শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
- ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যেকটিতে জিপিএ ন্যূনতম ২.৫০ সহ (জিপিএ-৪.০০ স্কেলে)সর্বমোট জিপিএ ন্যূনতম ৬.৫০ থাকতে হবে।
C ইউনিটঃ
- ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য উভয় পরিক্ষায় ন্যূনতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
- বিজ্ঞান, কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরিক্ষায় ন্যূনতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
D ইউনিটঃ
- বিজ্ঞান শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৪.০০ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
- মানবিক শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
- ব্যবসায় শিক্ষা শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৭৫ সহ সর্বমোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
- কারিগরি ও অন্যান্য শাখার জন্য উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৪.০০ সহ সর্বমোট ৮.০০ থাকতে হবে।
E ইউনিটঃ
- সকল বিভাগের ক্ষেত্রে উভয় পরিক্ষায় জিপিএ ন্যূনতম ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতিঃ
A, B, C, D ও E ইউনিরে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক) MCQ ৭৫ নম্বরের মধ্যে যারা ন্যূনতম ৩০ নম্বর পাবে শুধুমাত্র তাদেরই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে।
খ) সকল ইউনিটের ক্ষেত্রে লিখিত ২৫ নম্বরের মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে। E ইউনিটের ৫০ নম্বর ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ২০ নম্বর পেতে হবে। MCQ ৭৫ নম্বরের পরীক্ষায় প্রতিটি প্রশ্নের নম্বর ১ তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয় সমূহ ও নির্ধারিত নাম্বারঃ
A ইউনিটঃ
- (লিখিত) বাংলা- ১০, ইংরেজী -১৫
- (MCQ) বাংলা- ৩০,ইংরেজী- ৩০, সাধারণ জ্ঞান- ১৫
B ইউনিটঃ
- (লিখিত) বাংলা- ০৫,ইংরেজী- ০৫, পদর্থ বিজ্ঞান- ০৫, গণিত- ০৫, রসায়ন- ০৫
- ( MCQ) গণিত- ২৫, পদার্থ- ২৫, রসায়ন- ১৫,ইংরেজী- ১০
C ইউনিটঃ
- (লিখিত) বাংলা- ০৮, ইংরেজী- ০৯, গণিত- ০৮
- ( MCQ) ‘ক’ অংশ (আবশ্যিক, সকল বিভাগের জন্য প্রযোজ্য) বাংলা- ১০, ইংরেজী- ২০, গণিত- ১৫, ‘খ’ অংশ (শুধুমাত্র ব্যবসায় বিভাগের জন্য প্রযোজ্য) ব্যবসায় নীতি ও প্রয়োগ- ১৫, হিসাব বিজ্ঞান- ১৫ ‘গ’ অংশ ( ব্যবসায় ব্যতীত অন্যন্য বিভাগের জন্য প্রযোজ্য) সাধারণ জ্ঞান-৩০
D ইউনিটঃ
- (লিখিত) ভাষান্তর- ১০, অনুচ্ছেদ শুদ্ধিকরণ- ১০, সাম্প্রতিক অনুচ্ছেদ- ০৫
- ( MCQ) বাংলা- ১৫,ইংরেজী- ২৫, গণিত- ০৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ)- ১০, সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)- ১০, আই.সি.টি- ০৫, বিষয় ভিত্তিক- ০৫
E ইউনিটঃ
- (লিখিত) বাংলা (বর্ণনামূলক)- ১৫, ইংরেজী (বর্ণনামূলক)- ১০
- ( MCQ) বাংলা- ২০, ইংরেজী- ১৫, বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান- ৪০, (সঙ্গীত- ১০ , চারুকলা- ১০, নাট্যকলা- ১০, ফিল্ম এন্ড মিডিয়- ১০)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মেধা তালিকা তেরী এবং প্রার্থী নির্বাচনঃ
এই বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা তৈরীর নির্দিষ্ট কোন নিয়ম নেই। মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও স্ব-স্ব বিভাগের নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় প্রয়োজনীয় কিছু সতর্কতাঃ
পরীক্ষা কক্ষে যা নিতে হবেঃ
- পরীক্ষা হলে এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড
- বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে এডমিট কার্ডের রঙিন কপি (ডাউনলোড করতে হবে)
পরীক্ষা কক্ষে যা নেয়া যাবে নাঃ
- মোবাইল ফোন, প্রোগ্রাম্ড ক্যালকুলেটর সহ যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস।
- ডিজিটাল ডিকশনারি।
- অতিরিক্ত কোন কাগজ ।
তথ্যসূত্রঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট