আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্ত্বা নিয়ে রীতিমত যুদ্ধে নেমেছে গুগোল, মাইক্রোসফ্ট ও আমাজনের মত টেক জায়েন্ট প্রতিষ্ঠানগুলো। বর্তমানে তরুণ থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত এক আলেচিত বিষয়ের নাম চ্যাটজিপিটি (ChatGPT)। যা মুহুর্তের মধ্যে চ্যাটের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে গ্রাহকদের। আমেরিকাভিত্তিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ওপেন এআই (OpenAI) গত ৩০ নভেম্বর ২০২২ তারিখ সাড়া পৃথিবীর সামনে চ্যাটজিপিটিকে উন্মুক্ত করে। এটি উন্মুক্ত হওয়ার প্রথম পাঁচ দিনেই এর ব্যবহারকারী দাড়ায় ১ মিলিয়নেরও বেশি। চ্যাটজিপিটি নিয়ে তুমুল হৈ চৈ এর মধ্যেই আরেকটি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স উন্মুক্ত করেছে গুগোলের মূল প্রতিষ্ঠান আলফাবেট, যার নাম বার্ড। অন্যদিকে গুগোলের নতুন চ্যাটবট রিলিজের কয়েক মিনিটের মাথায় আরেক টেক জায়েন্ট প্রতিষ্ঠান ও চ্যাটজিপিটির অন্যতম অংশীদার মাইক্রোসফ্ট, চ্যাটজিপিটির উন্নয়নের লক্ষ্যে কয়েক বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী বিনিয়োগের চুক্তি সম্পাদন করেছে ওপেন এআই এর সাথে। এর আগেও এই দুই প্রতিষ্ঠানের ক্রোম ব্রাউজার (Chrome) বনাম ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) এবং জিমেইল (Gmail) বনাম হটমেইল (Hotmail) এর মধ্যে যে প্রতিযোগীতা শুরু হয়েছিল তার আবার পুনরাবৃত্তি ঘটতে চলছে AI নিয়ে।