1. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২
ক. অস্ট্রিক
খ. দ্রাবিড়
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ. ভোটচীনীয়
2. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের টেক্সটাইল ইনস্টিটিউট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর (ডিটিআই)– ২০১৮, পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব-ইন্সপেক্টর-২০১৮
ক. শৌরসেনী প্রাকৃত
খ. মাগধী প্রাকৃত
গ. পৈশাচিক প্রাকৃত
ঘ. অসমী
3. বাংলা ভাষার বয়স কত? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রাম কর্মকর্তা/ইন্সপেক্টর/সহকারী ভাণ্ডার কর্মকর্তা ২০২১
ক. প্রায় ১০০০ বছর
খ. প্রায় ২৭০০ বছর
গ. প্রায় ২০০০ বছর
ঘ. প্রায় ২৫০০ বছর
4. ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্টোরম্যান/ডেসপ্যাচ রাইডার ট্রাফিক হ্যান্ড ২০২১, সৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়-এর বিভিন্ন পদে পরীক্ষা-২০২০, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট ২০২১, মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক ২০২১
ক. ৬টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৭টি
5. বাংলা ভাষার রীতি কয়টি? পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট-২০২০
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
6. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ৩২তম বিসিএস (বিশেষ) প্রিলিমিনারি টেস্ট ২০১২
ক. বর্ণ
খ. শব্দ
গ. অক্ষর
ঘ. ধ্বনি
7. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. শব্দ
খ. বর্ণ
গ. ভাষা
ঘ. ধ্বনি
8. বাংলা ভাষায় উপভাষা কয়টি?
ক. ৫টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ২টি
9. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয় – বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারো ড্রাম কর্মকর্তা ২০২১
ক. সমাজ উপভাষায়
খ. চলিত উপভাষায়
গ. আঞ্চলিক উপভাষায়
ঘ. সাধু উপভাষায়
10. “অপভ্রংশ” কথাটির অর্থ কি?
ক. উন্নত
খ. বিবৃতি
গ. সাধারণ
ঘ. বিকৃত
এরকম আরোও অনুশীলন করতে –
https://bidya.link/8ht9l3z