1. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা কর্মকর্তা-২০১২ ক. অস্ট্রিক খ. দ্রাবিড় গ. ইন্দো-ইউরোপীয় ঘ. ভোটচীনীয় নিচের সঠিক উত্তরের ঘরে টিক দিন ক. খ. গ. ঘ. ব্যাখ্যা জানতে ক্লিক করুন উত্তর- ইন্দো-ইউরোপীয় ব্যাখ্যা- পৃথিবীর ভাষাগুলোকে কয়েকটি ভাষা পরিবারে বিভক্ত করা হয়েছে। যেমন- ইন্দো-ইউরোপীয়, চীনা- তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো- এশীয় … পড়তে থাকুন বাংলা ভাষা ও ব্যাকরণ – অনুশীলন ১
Job Study Exercise
ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অনুশীলন ১
1. শুদ্ধ বাক্য কোনটি? কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস এর অডিটর ২০২২ ক. অধ্যায়নই ছাত্রদের তপস্যা খ. অধ্যয়নই ছাত্রদের তপস্যা গ. ছাত্রদের অধ্যায়ন তপস্যা ঘ. ছাত্রগনের অধ্যায়নই পতস্যা সঠিক উত্তরের পাশে টিক দিন ক. খ. গ. ঘ. ব্যাখ্যা জানতে ক্লিক করুন উত্তর- অধ্যয়নই ছাত্রদের তপস্যা ব্যাখ্যা- অধি + অন = অধ্যয়ন, সন্ধির নিয়মে ই … পড়তে থাকুন ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অনুশীলন ১