Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্য

আমাদের প্রাত্যহিক জীবনের প্রায় বেশিরভাগ কথা বার্তায় আমরা Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্য ব্যবহার করে থাকি।

Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্যের সংজ্ঞাঃ যে Sentence দ্বারা কোন বিবৃতি প্রকাশ করা হয় তাকে Assertive Sentece বলে।

উদাহরণঃ You are a student. I am not a teacher. He goes to school. etc এগুলো সবই Assertive Sentence এর উদাহরণ।

এই পাতাটি বর্তমানে নির্মাণাধীন আছে। এটি খুব শিগ্রই পরিপূর্ণ করা হবে।

বিদ্যাঘর তথ্য ভান্ডারে নিচের বিদ্যাগুচ্ছগুলো উন্মুক্ত রয়েছে। ভ্রমণ করতে ক্লিক করুন –

প্রথমিক শিক্ষা বাতায়ন – প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন প্রাথমিক শিক্ষা বাতায়ন।

মাধ্যমিক শিক্ষা বাতায়ন – মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন মাধ্যমিক শিক্ষা বাতায়ন।

উচ্চ শিক্ষা বাতায়ন – বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন উচ্চ শিক্ষা বাতায়ন।

পেশা বাতায়ন – চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন পেশা বাতায়ন।

আপনাকে ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় পাতাটি এই মুহূর্তে পরিপূর্ণ না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে এই পাতাটিতে অবদান রাখতে পারেন। এ ক্ষেত্রে আপনাকে আমাদের অবদানকারীর তালিকায় নিবন্ধিত হতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের মেইল করতে পারেন bidyaghor@gmail.com এই ঠিকানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।