ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ অনুশীলন ১


1. শুদ্ধ বাক্য কোনটি?    কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস এর অডিটর ২০২২

ক. অধ্যায়নই ছাত্রদের তপস্যা
খ. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
গ. ছাত্রদের অধ্যায়ন তপস্যা
ঘ. ছাত্রগনের অধ্যায়নই পতস্যা
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


2. অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়   

ক. সুগন্ধ ফুল
খ. বিষাদ মণ্ডিত
গ. সংযতবাক
ঘ. সুনীল আকাশ
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


3. কোন বাক্যটি শুদ্ধ?    ১৬ তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল পর্যায় দুই- ২০১৯

ক. দারিদ্রতাই প্রধান সমস্যা
খ. দারিদ্রতাই আমাদের মূল সমস্যা
গ. দারিদ্র আমাদের প্রধান সমস্যা
ঘ. দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


4. নিচের কোনটি অশুদ্ধ?    খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক ২০২১

ক. প্রসন্ন বিষন্ন
খ. নিষ্পাপ পাপিনি
গ. অহিংস অহিংস
ঘ. দোষী নির্দোষী
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


5. নিচের কোনটি অশুদ্ধ?    খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক ২০২১

ক. প্রসন্ন বিষন্ন
খ. নিষ্পাপ পাপিনি
গ. অহিংস অহিংস
ঘ. দোষী নির্দোষী
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


6. নিচের কোনটি অশুদ্ধ?    খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক ২০২১

ক. প্রসন্ন বিষন্ন
খ. নিষ্পাপ পাপিনি
গ. অহিংস অহিংস
ঘ. দোষী নির্দোষী
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


7. নিচের কোন্টিতে শব্দের অপপ্রয়োগ হয় নি??  

ক. জন্মবার্ষিক
খ. অধীন
গ. অজ্ঞনতা
ঘ. তনুদেহ
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


8. নিচের কোন বাক্যটি অপপ্রয়োগ দিক থেকে শুদ্ধ   

ক. আমি কারো সাথেও নেই, সতেরতেও নেই।
খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
গ. তার দুচোখ ও স্রুতে ভিজে গেল।
ঘ. সারা জীবন ভূতের মজুরি খেতে মরলাম।
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


9. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?    পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ২০১৪

ক. উপর্যুক্ত
খ. মিথস্ক্রিয়া
গ. ধস প্রাপ্ত
ঘ. একত্রিত
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


10. শুদ্ধ বাক্য কোনটি?    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অফিসার ২০২১

ক. দৈন্যতা প্রশংসনীয় নয়
খ. দীনতা প্রশংসনীয় নয়
গ. দীনতা নিন্দনীয়
ঘ. দীনতা অপ্রশংসনীয়
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


11. কোন বাক্যটি শুদ্ধ?    37 তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৬ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসের জুনিয়র শিক্ষক ২০২১ খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক দুই হাজার একুশ

ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ
ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


12. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?    পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ২০১৪

ক. একত্র
খ. ফলশ্রুতি
গ. অধীনস্থ
ঘ. নির্ভরশীলতা
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


13. সঠিক শব্দ কোনটি?    পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা ২০১৭, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩, বিভিন্ন মন্ত্রণালয় ২০১৯।

ক. চলাকালীন সময়ে
খ. চলাকালের সময়
গ. চলাকালে
ঘ. চলাকালীন সময়ে
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


14. উৎকর্ষতা কি কারনে অশুদ্ধ?    ২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৩ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের বিভিন্ন পদে ২০১৯

ক. সন্ধিজনিত
খ. প্রত্যয় জনিত
গ. উপসর্গ জনিত
ঘ. বিভক্তি জনিত
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


15. কোন বাক্যটি শুদ্ধ?    ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৫

ক. দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ. দৈন্যতা সর্বদা মুহূর্তের পরিচায়ক নয়
ঘ. দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


16. কোন বাক্য অশুদ্ধ?    বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ২০২১

ক. আপনি সপরিবারে আমন্ত্রিত
খ. গতকালের সভায় সকল শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন
গ. লোকটি নিরপরাধী
ঘ. অন্ধ জনে দেহ আলো
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


17. কোন বাক্যটি শুদ্ধ?    ২৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০০৪

ক. তাহার জীবন সংশয় পূর্ণ
খ. তাহার জীবন সংশয়ময়
গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
ঘ. তাহার জীবন সংশয় ভরা
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


18. নিচের কোন বাক্যটি শুদ্ধ?    41 তম বিসিএস লিখিত ২০২১

ক. তার সাংস্কৃতি নেই
খ. তার সংস্কৃতি নেই
গ. তার সংস্কৃত নেই
ঘ. তার সংস্কৃতা নেই
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


19. কোন বাক্যটি শুদ্ধ?    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি ৪ প্রকল্পের উপজেলা / আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর ২০২০

ক. সে সংকট অবস্থায় পড়েছে
খ. সে সংকট অবস্থায় পরেছে
গ. সে সংকটে পড়েছে
ঘ. সে সংকটে পরেছে
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


20. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?    ৩৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০১৭

ক. জবাবদিহি
খ. মিথস্ক্রিয়া
গ. একত্রিত
ঘ. গৌরবিত
সঠিক উত্তরের পাশে টিক দিন
           


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।