প্রমিত উচ্চারণে কথা বলা এবং শুদ্ধভাবে লেখা দুটোই সৃজনশীল কাজ। এর জন্য অনুশীলন বা নিয়মিত চর্চার প্রয়োজন। এই শুদ্ধ বলা এবং লেখা নির্ভর করে ব্যাকরণের উপর। কেননা ব্যাকরণ ভাষাকে যেমন সুন্দর ও মার্জিত করে তেমনি ভাষায় আনে শৃঙ্খলা। ব্যাকরণের সাহায্য নিয়েই আমরা ভাষায় অপপ্রয়োগ চিহ্নিত করতে পারি এবং শুদ্ধ প্রয়োগ সম্পর্কে সচেতন থাকতে পারি। শুদ্ধ … পড়তে থাকুন ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ পর্ব ১
আরকাইভসমূহঃ Job Study Target
Job Study Terget