অ্যামাইটোসিস কি?
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে ভাগ হয় তাকে অ্যামাইটোসিস বলে।
ইন্টারফেজ কাকে বলে??
কোষ বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে যে সমস্ত প্রস্তুতিমূলক কাজ হয় তাকে ইন্টারফেজ বলে।
সাইটোকাইনেসিস কাকে বলে?
মাইটোসিস কোষ বিভাজনের যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে সে প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে।
মাইটোসিস কোথায় ঘটে?
প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে মাইটোসিস ঘটে থাকে।
স্পিন্ডল ফাইবার / তন্তু কী?
স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকেই স্পিন্ডল ফাইবার / তন্তু বলে।
ট্রাকশন ফাইবার কাকে বলে?
কোষ বিভাজনের প্রো মেটাফেজ ধাপে একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে সংযুক্ত হয় তাকে ট্রাকশন ফাইবার বলে।
অ্যাস্টার রে কী?
প্রাণী কোষের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চার দিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয় একে অ্যাস্টার রে বলে।
আকর্ষণ তন্তু কী?
কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পিন্ডল যন্ত্রের যেসব নির্দিষ্ট তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে , তাদেরকে আকর্ষণ তন্তু বলে।
মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে?
যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে, যার ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের অর্ধেক হয় সেই কোষ বিভাজনকে মিয়োসিস কোষ বিভাজন বলে।
অন্তক্ষরা গ্রন্থী কাকে বলে?
মানবদেহে অবস্থিত নালিবিহীন গ্রন্থিসমূহকে অন্তক্ষরা গ্রন্থি বলে।
গ্যামেট কি?
জনন মাতৃকোষ হতে উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকেই গ্যামেট বলে।
লুকাস কাকে বলে?
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সে স্থানকে লুকাস বলে।
DNA এর পূর্ণরূপ কি?
DNA এর পূর্ণরূপ হচ্ছে Deoxyribo Nucleic Acid.
মানব ভ্রুণে কতটি ক্রোমোজোম থাকে?
মানব ভ্রুণে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে।