গ্যাসীয় বিনিময় – (জীববিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১

মধ্যচ্ছদা কী?

বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথক কারী পেশীবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে।

আলাজিহবা কী?

গলবিলের পশ্চাৎভাগের উপরিতলে যে ছোট জিহ্বার মত অংশ থাকে তাকে আলাজিহবা বলে।

ব্রংকিওল কী?

ফুসফুসে প্রবেশ করার পর ব্রংকাই দুটি অসংখ্য শাখা-প্রশাখায় বিভক্ত হয় এগুলোকে অণুক্লোম বা ব্রংকিওল বলা হয়।

প্লুরা কী?

ফুসফুসে চারদিকে অবস্থিত পাতলা, স্বচ্ছ, দ্বিস্তর বিশিষ্ট আবরণই হলো প্লুরা।

উপজিহবা বা এপিগ্লটিস কী?

ষড়যন্ত্রের উপরে অবস্থিত জিহবা আকৃতির ঢাকনাই হল উপজিহবা বা এপিগ্লটিস।

শ্বসন কাকে বলে?

যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন-ডাই-অক্সাইড নিষ্কাশন করে, তাকে শ্বসন বলে।

অ্যাজমা কাকে বলে?

অ্যাজমা হল ফুসফুসের রোগ প্রতিরোধ ব্যবস্থার অত্যাধিক প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট শ্বাসকষ্ট জনিত রোগ।

এপিলেপসি কী?

এপিলেপসি মস্তিষ্কের একটি রোগ যাতে আক্রান্ত ব্যক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে।

নিউমোনিয়ার জন্য দায়ী জীবাণু কোনটি?

নিউমোনিয়ার জন্য দায়ী জীবাণু হলো নিউমোকক্কাস (pneumococcus) নামক এক প্রজাতির ব্যাকটেরিয়া।

যক্ষা রোগের জীবাণুর নাম কী?

যক্ষা রোগের জীবাণুর নাম Mycobacterium tuberculosis.

রক্তের কোন কণিকা অক্সিজেন বহন করে?

রক্তের লোহিত রক্ত কণিকা অক্সিজেন বহন করে।

সিমবায়োসিস কাকে বলে?

জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্ক গুলোকে সিমবায়োসিস বলে।

ডাবের পানিতে কোন ফাইটো হরমোন থাকে?

ডাবের পানিতে সাইটোকাইনেসিস নামক ফাইটো হরমোন থাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।