জীবকোষ ও টিস্যু – (জীববিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১

কোষ কাকে বলে?

জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। বিজ্ঞানী লোয়ী ও সিকেভিজ , বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরুপ তৈরী করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন।

প্রাককেন্দ্রিক/ আদি কোষ কাকে বলে?

যেসব কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ যেসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না, সেসব কোষ কে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলা হয়।

সুকেন্দ্রিক/ প্রকৃত কোষ কাকে বলে?

যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিও বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত, সেসব কোষ কে সুকেন্দ্রিক/ প্রকৃত কোষ বলে।

প্রোটোপ্লাজম কাকে বলে?

কোষের ভেতরে যে অর্ধস্বচ্ছ, থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে । কোষঝিল্লি দ্বারা ঘেরা সমুদয় বস্তুই প্রোটোপ্লাজম।

প্লাজমালেমা/ কোষ ঝিল্লি কী?

প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে।

মাইটোকন্ড্রিয়া কাকে বলে?

সজীব উদ্ভীদ কোষের সাইটোপ্লাজমে থাকা যে অঙ্গানু উদ্ভীদের শ্বসনকার্যে সাহায্য করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে।

অক্সিজোম কাকে বলে?

মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার যে বস্তু থাকে তাকে অক্সিজোম বলে ।

প্লাজমোডেসমাটা কী?

দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। একে প্লাজমোডেসমাটা বলে ।

প্লাস্টিড কাকে বলে?

উদ্ভীদ কোষের যে অঙ্গানু উদ্ভীদের খাদ্য প্রস্তুত করে এবং করতে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে।

কোষ গহবর কাকে বলে?

সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় তাকে কোষ গহবর বলে।

কোষ কঙ্কাল কি?

সকল প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয়া অঙ্গানু গুলোর অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে। এগুলোই কোষ কঙ্কাল।

রাইবোজোম কী?

প্রাণী ও উদ্ভিদকোষের পর্দাহীন যে অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, অকেই রাইবোজোম বলে।

টিস্যু বা কলা কাকে বলে?

একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলে।

জটিল টিস্যু কী?

বিভিন্ন প্রকারের কোষ সমন্বয়ে যে স্থায়ী টিস্যু গঠিত হয় তাকে জটিল টিস্যু বলে।

উড ফাইবার কাকে বলে?

 জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষকে জাইলেম ফাইবার বা উড ফাইবার বলে ।

অ্যারেনকাইমা কাকে বলে?

জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা

বংশগতি কাকে বলে?

পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তানসন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বলে।

ক্লোরেনকাইমা কী?

ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা কে ক্লোরেনকাইমা বলে।

ঐচ্ছিক পেশি কী?

 যে পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়, তাকে ঐচ্ছিক পেশি বলে ।

মাইক্রোভিলাই কী?

কোষ ঝিল্লীর মধ্যে অবস্থিত ভাঁজকে মাইক্রোভিলাই বলে ।

স্লাইড স্টেইনিং কী?

স্লাইড স্টেইনিং হলো কোষের বিশেষ কোন অংশ বা অঙ্গাণু বা টিস্যুর পাতলা স্তরকে আলাদা করে চিহ্নিত করতে স্লাইডের ওপর রঞ্জক পদার্থ দিয়ে রঞ্জিত করার প্রক্রিয়া

 ত্বক কাকে বলে?

দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে, তাকে ত্বক বলে।

লসিকা কোষ কাকে বলে?

লসিকাতে কিছু রোগপ্রতিরোধী কোষ থাকে, এদের লসিকা কোষ বলে।

স্ক্লেরাইড কী?

যে মৃতকোষের গৌণপ্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু’ এবং লিগনিনযুক্ত কোষপ্রাচীর কৃপযুক্ত হয়, তাকে স্ক্লেরাইড বা স্টোন সেল বলে ।

অঙ্গ কাকে বলে?

এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণী দেহের অংশবিশেষকে অঙ্গ বলে।

হরমোন কী/

অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।

মেরুদন্ডী প্রাণীদের ত্বক কোন টিস্যু দিয়ে তৈরী?

স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরী ।

সঙ্গী কোষ কাকে বলে?

প্রতিটি সিভকোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে , এই কোষ কেই সঙ্গী কোষ বলে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।