জীবন পাঠ - ৯ম-১০ম

জীবনপাঠ – (জীববিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১

জীব বিজ্ঞান কাকে বলে??

বিজ্ঞানের যে শাখায় জীব,জীবের গঠন,জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সংক্রান্ত আলোচনা করা হয় তাকেই জীব বিজ্ঞান বলে।

জীবাশ্ম বিজ্ঞান কি?

প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে জীবাশ্ম বিজ্ঞান (Palaeontology) বলে।

ভৌত জীববিজ্ঞান কি?

জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে।

ফলিত জীববিজ্ঞান কি?

জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে।

হিস্টোলজি কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় জীব দেহের টিস্যুসমূহের গঠন বিন্যাস ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে।

শারীরবিদ্যা কি?

জীববিজ্ঞানের যে শাখায় জীবের নানা অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে শারীর বিদ্যা বলে।

এন্ডোক্রাইনোলজি কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে।

বায়োইনফরমেটিকস কি?

জীববিজ্ঞানের যে শাখায় কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য বিশ্লেষণ বিষয়ক আলোচনা করা হয় তাকে বায়ুনফরমেটিকস বলে।

ট্যাক্সোনমি কি?

জীববিজ্ঞানের যে শাখায় জীবের শ্রেণীবিন্যাসের রীতিনীতি আলোচিত হয় তাকে ট্যাক্সোনমি বলে।

শ্রেণীবিন্যাস কাকে বলে?

জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবকে বিভিন্ন শ্রেণীতে বিভক্তকরনকে শ্রেণীবিন্যাস বলা হয়।

শ্রেণীবিন্যাসের একক কি?

জীবের শ্রেণীবিন্যাসের জন্য বিভিন্ন ধাপ রয়েছে, এই ধাপগুলোকে শ্রেণীবিন্যাসের একক বলা হয়।

শ্রেণীবিন্যাসের জনক কে?

সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়।

Nested hierarchy কী?

উপসেট আকারে শ্রেণীবিন্যাসের পদ্ধতিকে Nested hierarchy বলা হয়।

হেটারোট্রোফিক কি?

যে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয় তাকে হেটারোট্রোফিক বলে।

আর্কিগোনিয়াম কি?

যৌন জননক্ষম উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে।

দ্বিপদ নামকরণ কাকে বলে?

একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে।

ICZN কী?

ICZN হলো International Code of Zoological Nomenclature এর সংক্ষিপ্ত রুপ।

ICBN কী?

ICBN হলো International Code of Botanical Nomenclature এর সংক্ষিপ্ত রুপ।

জবা ফুলের বৈজ্ঞানিক নাম কি?

জবা ফুলের বৈজ্ঞানিক নাম Hibiscus rosa-sinensis

জাতীয় পাখি দোয়েল এর বৈজ্ঞানিক নাম কি?

দোয়েলের বৈজ্ঞানিক নাম হল Copsychus saularis

গোল আলুর বৈজ্ঞানিক নাম কি?

গোল আলুর বৈজ্ঞানিক নাম হল Solanum tuberosum

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।