শ্বসনিক বস্তু কী?
শ্বসন প্রক্রিয়ায় যেসব বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাদেরকে শ্বসনিক বস্তু বলে। যেমন- শর্করা, প্রোটিন, লিপিড এবং জৈব এসিড ইত্যাদি।
শ্বসন কাকে বলে?
যে জৈবিক প্রক্রিয়া প্রাণী দেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহার যোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাই-অক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে।
অবাত শ্বসন কাকে বলে?
যে শাসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শাসন বলে।
গ্লাইকোলাইসিস কী?
সবাত শ্বসনের যে ধাপে এক অণু গ্লুকোজ (C6H12O6) জারিত হয়ে দুই অনু পাইরুভিক এসিড (C3H4O3) উৎপন্ন করে তাকে গ্লাইকোলাইসিস বলে।
সালোকসংশ্লেষণ কাকে বলে?
যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন-ডাই-অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
জৈব মুদ্রা কী?
ATP শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এজন্য ATP কে শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা বলা হয়।
জীবনী শক্তি কী?
সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে প্রথমে ATP ও NADPH নামক জৈব যৌগে আবদ্ধ করে। এগুলোই হল জীবনী শক্তি।
ফটোলাইসিস কি?
যে প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় সে প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়।
কিউটিকল কাকে বলে?
উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে, এ আবরণকে কিউটিকল বলে।
ফসফোরাইলেশন কী?
অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট তৈরীর প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে।
ডিফসফোরাইলেশন কাকে বলে?
অ্যাডিনোসিন ট্রাইফসফেট (ATP) থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট (ADP) ও ফসফেট (তৈরির প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে।
C3 উদ্ভিদ কাকে বলে??
যে সকল উদ্ভিদে কেলভিন চক্র সংঘটিত হয় তাকে C3 উদ্ভিদ বলা হয়। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদ C3 উদ্ভিদ নামে পরিচিত।
ATP কী?
ATP হলো Adenosine Triphosphate যা প্রয়োজন হলে শক্তি নির্গত করে এবং অন্য সময় শক্তি সঞ্চিত করে রাখে।
AMP এর পূর্ণরুপ কী?
AMP এর পূর্ণরুপ হল Adenosine Mono Phosphate.
পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত কী।
পাইরুভিক এসিডের রাসায়নিক সংকেত হলো C3H4O3।
লিউকোপ্লাস্ট কাকে বলে?
যেসব প্লাস্টিড কোন রঞ্জক পদার্থ ধারণ করে না তাদের লিউকোপ্লাস্ট বলে।
মৌল বিপাক কাকে বলে?
বিশ্রাম অবস্থায় আমাদের ফুসফুস, হৃদপিণ্ড প্রভৃতির সাথে সংশ্লিষ্ট পেশি গুলোর সংকোচন প্রসারণে সংগঠিত কাজ যে শক্তির মাধ্যমে সম্পাদিত হয় তাই মৌল বিপাক।
আত্তিকরণ শক্তি কাকে বলে?
CO2 আত্তিকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে ATP ও NADPH+H+ এর শক্তি ব্যবহৃত হয় বলে ATP ও NADPH+H+ কে আত্তিকরণ শক্তি (assimilatory power) বলে।