প্রজাতিগত বৈচিত্র্যতা কী?
প্রজাতিগত বৈচিত্র্যতা বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান জীবসমূহের মোট প্রজাতির সংখ্যাকে বুঝায়।
সিমবায়োসিস কাকে বলে?
জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোকে সিমবায়োসিস বলে।
খাদ্যজাল কী?
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাস্তুতন্ত্রের খাদ্য শিকলে একই খাদক বিভিন্ন স্তরে স্থান পেতে পারে। এভাবে বেশ কয়েকটি খাদ্য শিকল একত্রিত হয়ে একটি জালের মতো গঠন তৈরি করে। একে খাদ্যজাল বলে।
শক্তি প্রবাহ কাকে বলে?
বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে শক্তির একমুখী চলনকে শক্তি প্রবাহ বলে।
ধাঙড় কী?
যে সকল প্রাণী মৃত প্রাণীর মাংস এবং আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে তাদের আবর্জনাভুক বা বাঙড় বলা হয়।
কমেনসেলিজম কী?
যে মিথস্ক্রিয়ায় আন্তঃসম্পর্ক গঠনকারী জীবদের মধ্যে মাত্র একজন উপকৃত হয়, অন্য সহযোগী উপকৃত না হলেও কখনো ক্ষতিগ্রস্থ হয় না, সে মিথস্ক্রিয়াকে কমেনসেলিজম বলে।
প্ল্যাংকটন কী?
পানিতে ভাসমান অবস্থায় বসবাসরত অতি ক্ষুদ্র জীবকে প্ল্যাংকটন বলে।
অ্যান্টিবায়োসিস কী?
একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে যদি অন্য জীবের বৃদ্ধি এবং বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয় অথবা মৃত্যু ঘটে ‘তখন সেই প্রক্রিয়াকে অ্যান্টিবায়োসিস বলে।
মিথস্ক্রিয়া কী?
জীব জগতে বিভিন্ন প্রকার গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোতে যে ক্রিয়া-বিক্রিয়া ঘটে তাকে মিথস্ক্রিয়া বলে।
জীববৈচিত্র্য কাকে বলে?
পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য এবং ভিন্নতাই হলো জীববৈচিত্র্য।
ভিন্নতা কী?
পৃথিবীর প্রতিটি জীবের গাঠনিক ও চারিত্রিক পৃথকযোগ্য বৈশিষ্ট্যই ভিন্নতা।
লাইকেন কাকে বলে?
লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান।
ট্রফিক লেভেল কাকে বলে?
খাদ্য শিকলের প্রতিটি স্তরকে ট্রফিক লেভেল বলে।
খাদ্য শৃঙ্খল কী?
খাদ্যের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের যে সরল ধারাবাহিকতা দেখা যায়, তাকে খাদ্যশৃঙ্খল বলে।
উৎপাদক কী?
উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ যারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করতে পারে।
বিয়োজক কাকে বলে?
যেসব জীব মৃত জীবদেহের পচন ঘটায় এবং এর মাধ্যমে নিজেদের পুষ্টি সংগ্রহ করে তাদের বিয়োজক বলে।
খাদক কাকে বলে?
যে সকল জীব সবুজ উদ্ভিদের মতো সৌরশক্তি ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরী করতে পারে না এবং অন্য জীবকে ভক্ষণ করে পুষ্টির প্রয়োজন মেটায় তাদেরকে খাদক বলে।
শক্তির মূল উৎস কী?
শক্তির মূল উৎস হলো সূর্য।
মৃতজীবী খাদ্যশিকল কাকে বলে?
জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্যশৃঙ্খল একাধিক খাদ্যস্তবে বিন্যস্ত হয় তবে সেরূপ শিকলকে বলা হয় মৃতজীবী খাদ্যশিকল।
যেমন: মৃতদেহ-> ছত্রাক ->কেঁচো।
বাস্তুসংস্থান কী?
বাস্তুতন্ত্র বা বাস্তুসংস্থান বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড়, খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীবদেহ পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব আছে এবং এসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বর্তমান।
জুয়োপ্ল্যাংকটন কি?
পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদেরকে জুয়োপ্ল্যাংকটন বলে।
শক্তির পিরামিড কী?
খাদ্যশিকলে যুক্ত প্রতিটি পুষ্টিস্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে শক্তি পিরামিড বলে।
একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক আন্তঃক্রিয়ার নাম লিখ।
ধনাত্মক আন্তঃক্রিয়া: মিউচুয়ালিজম।
ঋণাত্মক আন্তঃক্রিয়া: অ্যান্টিবায়োসিস।