ক্লিভেজ কী?
যে পদ্ধতিতে যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষীভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সম্ভেদ বলে।
জাইগোট কী?
পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনে যে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়, তাকে জাইগোট বলে।
ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে?
কোনো উদ্ভিদ প্রজাতিতে যদি পুং ও স্ত্রী জনন কোষ আলাদা দেহে সৃষ্টি হয় তবে তাকে ভিন্নবাসী উদ্ভিদ বলে।
অমরা কাকে বলে?
যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমাণ ভ্রুণ এবং মাতৃ-জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বা গর্ভফুল বলা হয়।
পুষ্পাক্ষ কী?
পুষ্প বৃন্তের শীর্ষভাগে যে গোলাকার প্রসারিত অংশে ফুলের বৃতি, দল, পুংস্তক এবং স্ত্রীস্তবক সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে।
ব্লাস্টোসিস্ট কাকে বলে ?
কোষ বিভাজনের শেষপর্যায়ের গঠন্মুখ ভ্রূণ ডিম্বনালি থেকে জরায়ুতে পৌঁছায়। এ পর্যায়ের ভ্রূণটিকে ব্লাস্টোসিস্ট বলে।
নিষেক কী?
যৌন প্রজননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে।
গর্ভফুল কাকে বলে?
যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু-টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে অমরা বা গর্ভফুল বলে।
দ্বিনিষেক কাকে বলে?
উদ্ভিদের নিষেকের সময় প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বানু ও অপরটি গৌণ কেন্দ্রিইয়ার সাথে মিলিত হয়। এ ঘটনাকে দ্বি-নিষেক বলা হয়।
পুষ্প মঞ্জরি কাকে বলে?
গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে।
উভলিঙ্গ ফুল কী?
যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটোই উপস্থিত থাকে, তখন তাকে উভলিঙ্গ ফুল বলে। যেমন: জবা, ধুতুরা।
পরাগায়নের মাধ্যম কাকে বলে?
যে মাধ্যম পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়, তাকে পরাগায়নের মাধ্যম বলে।
একলিঙ্গ ফুল কী?
পুংস্তবক বা স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে।যেমন- লাউ।
স্বপরাগায়ন কী?
একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন তাকে স্ব-পরাগায়ন বলে।
যুক্তধানী কাকে বলে?
যখন পরাগধানী একগুচ্ছে থাকে, তখন তাকে যুক্তধানী বলে।
AIDS এর পূর্ণরূপ কী?
AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.
ফিটাস কী?
প্রায় আট সপ্তাহ বয়সী মানব ভ্রূণকে ফিটাস বলে।
বহিঃনিষেক কাকে বলে?
যে নিষেক ক্রিয়া প্রাণীদেহের বাইরে সংঘটিত হয় তাকে বহিঃনিষেক বলে।
যোজনী কী?
পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে।
ক্লীব ফুল কাকে বলে?
যে ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটোই অনুপস্থিত থাকে, তাকে ক্লীব ফুল বলে।
বৃতি কী?
ফুলের বাহিরের স্তবককে বৃতি বলে। বৃতির প্রতিটি খণ্ডকে বৃত্যাংশ বলে। এটি ফুলের ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করে।
অবৃন্তক ফুল কী?
বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। যেমন- হাতীগুঁড়।
বয়ঃসন্ধিকাল কী?
কৈশোর ও তারুণ্যের যেসময় ছেলে-মেয়েদের দৈহিক গঠন ও যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে এবং মানসিক পরিবর্তন ঘটে সেই সময়কে বয়ঃসন্ধিকাল বলে।
পর-পরাগায়ন কাকে বলে?
একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে। যেমন: শিমুল, পেঁপে ইত্যাদি উদ্ভিদে পরপরাগায়ন দেখা যায়।
অ্যাম্বিলিকাল কর্ড কী?
অ্যাম্বিলিকাল কর্ড মূলত একটি নালি যার ভেতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। এটি ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে একে নাড়িও বলে।
প্রজনন কী?
যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় জীব নিজ সত্ত্বাবিশিষ্ট অপত্য বংশধর সৃষ্টি করে নিজ প্রজাতির স্থায়িত্ব বজায় রাখে, তাকে প্রজনন বলে।
ফুল কী?
উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরণের বিটপই হলো ফুল।
ফুলের পরাগরেণু কোথায় থাকে?
ফুলের পরাগরেণু পরাগধানীর ভেতরে থাকে যা কিনা পুংস্তবকের শীর্ষে অবস্থিত।
পরাগায়ন কি?
পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।
পরাগায়নের বাহকগুলোর নাম লিখ।
পরাগায়নের বাহকগুলো হলো- পতঙ্গ, বায়ু, প্রাণী ও পানি।
গর্ভাবস্থা কাকে বলে?
জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে গর্ভাবস্থা বলে। মানুষের ক্ষেত্রে এর সময় কাল ৩৮-৪০ সপ্তাহ ব ৯-১০ মাস।
গর্ভধারণ কাকে বলে?
জরায়ুর প্রাচীরে ভ্রুণের সংযুক্তিকে গর্ভধারণ বলা হয়।
হরমোন কী?
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।
HIV ও AIDS এর পূর্ণ রূপ কি?
HIV = Human Immune Deficiency Virus. AIDS এর পূর্ণরূপ হলো- Acquired Immune Deficiency Syndrome.