ইমবাইবিশন কাকে বলে?
যে প্রক্রিয়ায় কলয়ের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল শুষে নেয় তাকে ইমবাইবিশন বলে।
ব্যাপন কাকে বলে?
একই তাপমাত্রায় কোন পদার্থের অধিক ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
ব্যাপন চাপ কাকে বলে?
একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ হতে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলে।
অভিস্রবণ কাকে বলে?
একই দ্রব্য ও দ্রাবক যুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আলাদা করা হলে, দ্রাবকের তার নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে।
বৈষম্য ভেদ্য পর্দা কাকে বলে?
যে পর্দার মধ্য দিয়ে ক্ষুদ্র দ্রাবক পদার্থ প্রবাহিত হতে পারে, কিন্তু দ্রব প্রবাহিত হতে পারে না তাকে বৈষম্য ভেদ্য পর্দা বলে।
প্রস্বেদন কী?
স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় তাই প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া।
কিউটিকল কাকে বলে?
উদ্ভিদের বহিঃতকে বিশেষ করে পাতার উপরে এবং নিচে কিউটিনের আবরণ থাকে। এ আবরণকে কিউটি কল বলে।
রক্ত কী?
রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, মৃদু ক্ষারীয়, লবণাক্ত সজিব তরল যোজক কলা।
হিমোগ্লোবিন কী?
হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়।
রক্ত সঞ্চালন কাকে বলে?
কোন ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে রক্ত সঞ্চালন বলে।
হৃদ স্পন্দন কাকে বলে?
হৃদপিন্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণ কে বলা হয় ডায়াস্টোল। হৃদপিন্ডের একবার সিস্টোল ডায়াস্টোল কে একত্রে হৃদ স্পন্দন বলে।
পেরিকার্ডিয়াম কাকে বলে?
হৃদপিণ্ডকে ব্যাষ্টনকারী পাতলা পর্দা কে পেরিকার্ডিয়াম বলে।
স্ট্রোক কাকে বলে?
মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে।
লিউকেমিয়া কাকে বলে?
রক্তের ক্যান্সারকে লিউকেমিয়া বলে। রক্তের শ্বেতকণিকার অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে লিউকেমিয়া সৃষ্টি হয়।
পরিবৃত্তি কাকে বলে?
পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না। যতই কম হোক এদের মধ্যে কিছু পার্থক্য থাকে। জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে পরিবৃত্তি বলে।
পেশি টিস্যু কাকে বলে?
ভ্রুণীয় মেসোর্ডাম থেকে উৎপন্ন সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।
টিউনিকা মিডিয়া কী?
ধমনীর প্রাচীরের বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি মাঝের স্তর-ই টিউনিকা মিডিয়া।
কোষরস কী?
কোষরস হলো কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণের সমন্বিত রূপ।