GMO কী?
জীন প্রকৌশলের মাধ্যমে DNA এর কাঙ্খিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর সম্ভব হয়েছে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এই জীবকে বলা হয় GMO (Genetically modified organism) বা ট্রান্সজেনিক (Transgenic)।
প্লাজমিড কাকে বলে?
ব্যাকটেরিয়া কোষের ক্রোমোজোমের বাইরের যে স্বতন্ত্র বৃত্তাকার ডিএনএ (DNA) অণু স্ববিভাজনে সক্ষম তাকে প্লাজমিড বলে
জিন প্রকৌশল কী?
জীবপ্রযুক্তির বিশেষ রূপ হিসেবে কোষকেন্দ্রের জিনকণার পরিবর্তন ঘটিয়ে জীবদেহের গুণগত রূপান্তর ঘটানোই হলো জিন প্রকৌশল। অন্যভাবে বলা যায়, নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের DNA-র পরিবর্তন ঘটানোই হলো জিনপ্রকৌশল।
জীব প্রযুক্তি কী?
জীবপ্রযুক্তি দুটি শব্দ Biology এবং Technology এর সমন্বয়ে গঠিত। Biology শব্দের অর্থ জীব সর্ম্পকে বিশেষ জ্ঞান এবং Technology শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ Biology এবং Technology’র আন্তঃসম্পর্কিত বিষয়ই হলো জীবপ্রযুক্তি।
CysE কী?
CysE হচ্ছে ব্যাকটেরিয়ার একটি জিন যা ভেড়ার জিনোমে স্থানান্তর করে ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করা হয়।
টিস্যু কালচার কাকে বলে?
একটি টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোন মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যুকালচার।
DNA ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারক কে?
DNA ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারক Watson & Crick.
রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি?
নির্দিষ্ট স্থানে DNA কে ছেদন করার জন্য রেস্ট্রিকশন এনজাইম ব্যবহৃত হয়।
TMGMV কী?
Tobacco Mild Green Mosaic Virus কে সংক্ষেপে TMGMV বলে।
Biotechnology শব্দটির প্রবর্তক কে?
১৯১৯ সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি Biotechnology শব্দটি প্রবর্তন করেন।
ইন্টারফেরন কী?
ইন্টারফেরন হচ্ছে হেপাটাইটিস-বি ভাইরাসের ঔষুধ।
বিটা ক্যারোটিন কী?
বিটা ক্যারোটিন এক ধরনের ভিটামিন-এ।
কাদেরকে Bt Corn বলা হয়?
যে সকল Corn এ Bacillus thuringiensis বা Bt নাম ব্যাকটেরিয়ার মাধ্যমে জিনগত পরিবর্তন হয় সে সকল Corn কে Bt Corn বলে।