অস্থি কী?
যে বিশেষ ধরনের যোজক কলার ম্যাট্রিক্স কঠিন তাকে অস্থি বলে। অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা।
তরুণাস্থি কী?
তরুণাস্তি হলো এক বিশেষ ধরনের যোজক কলা যার ম্যাট্রিক্স অর্ধকঠিন ও স্থিতিস্থাপক পদার্থে গঠিত।
কোমলাস্থি কী?
কোমলাস্থি হলো এক বিশেষ ধরনের যোজক কলা যার ম্যাট্রিক্স অর্ধ কঠিন ও স্থিতিস্থাপক পদার্থে গঠিত।
অস্থি বন্ধনী কী?
পাতলা কাপড়ের মত কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক যে বন্ধনী দ্বারা অস্থিসমূহ পারস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে অস্থিবন্ধনি বা লিগামেন্ট বলে।
অস্থিসন্ধি কী?
দুই বা ততোধিক অস্থির সংযোগ কে অস্থিসন্ধি বলে। যেমন – নিশ্চল অস্থি সন্ধি, কব্জা সন্ধি ইত্যাদি।
পূর্ণ সচল অস্থিসন্ধি কাকে বলে?
যে সকল অস্থিসন্ধি সহজে নড়াচড়া করা যায় তাদের পূর্ণ সচল অস্থিসন্ধি বলে। যেমন – সাইনোভিয়াল অস্থিসন্ধিই কেবল পূর্ণ সচল হতে পারে।
সাইনোভিয়াল অস্থিসন্ধি কী?
যে অস্থি সন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী এবং সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থসহ অস্থিসন্ধি গহবর নিয়ে গঠিত তাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়।
টেনডন কী?
মাংসপেশির প্রান্তভাগ দৃঢ় ও স্থিতিস্থাপক রজ্জুর মত শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেনডন বলে।
লিগামেন্ট কী?
পাতলা কাপড়ের মত কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক যে বন্ধনীর দ্বারা অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে লিগামেন্ট বলে।
অস্টিওব্লাস্ট কী?
শাখা-প্রশাখা যুক্ত অনেকটা মাকড়সার মত দেখতে জীবিত অস্থি কোষকে অস্টিওব্লাস্ট বলে।
অস্টিওপোরোসিস কী?
দেহের খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে রোগটি হয় তাকে অস্টিওপোরোসিস বলে।
চলন কাকে বলে?
সাধারণভাবে প্রাণীর এক স্থান থেকে অন্যস্থানে গমনকে চলন বলে।
মেনোপজ কী?
সাধারণত ৪০ থেকে ৪৫ বছর বয়সে মহিলাদের ঋতুস্রাব (মাসিক) বন্ধ হয়ে যায়। জীবনের এই পর্যায়ে মহিলাদের স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বলে।
পেরিকন্ড্রিয়াম কী?
তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, একে পেরিকন্ড্রিয়াম বলে।
ল্যাকিউনি কী?
জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস ও কন্ড্রিনের অবস্থিত গহবরই হলো ল্যাকিউনি।
দন্ত সংকেত কী?
একটি সরলরেখার উপর ও নিচে বিভিন্ন প্রকারের দাঁত কয়টি আছে তা প্রকাশক সংকেতই দন্ত সংকেত।
সারকোলেমা কী?
পেশি তন্তুর আবরণই হলো সারকোলেমা।
কঙ্কাল কী দ্বারা গঠিত?
অস্থি ও তরুণাস্থি ধারা কঙ্কাল গঠিত।
শরীরে কোথায় লোহিত কণিকা উৎপন্ন হয়।
অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়।
রিউমেটিক ফিভারে সাধারণত কারা আক্রান্ত হয়?
রিউমেটিক ফিভার বা বাতজ্বরে সাধারণত কমবয়সী ছেলে মেয়েরা আক্রান্ত হয়।