পদার্থের গঠন – (রসায়ন বিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১

পদার্থ কাকে বলে?

যার ভর আছে এবং স্থান দখল করতে পারে তাকে পদার্থ বলে।

পদার্থ কয় প্রকার?

পদার্থ দুই প্রকার। যথা- ১. মৌলিক পদার্থ ২.যৌগিক পদার্থ।

মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে?

যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ঐ পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে।

যৌগিক পদার্থ কাকে বলে?

যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে।

পরমাণু কাকে বলে?

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।

অণু কাকে বলে?

দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে।

প্রতীক কাকে বলে?

কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে।

সংকেত কাকে বলে?

অনুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে।

মৌলিক কণিকা কি?

পরমাণু অতি সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত, এরূপ সূক্ষ্ম কণিকাগুলোকে পরমাণুর মৌলিক কণিকা বলে। যেমন- ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।

ইলেকট্রনের ভর কত?

ইলেকট্রনের প্রকৃত ভর (9.110 x 10^-28 g)

ইলেকট্রনের চার্জ বা আধান কত?

ইলেকট্রনের প্রকৃত চার্জ (-1.60 x 10^-19 C) এবং আপেক্ষিক চার্জ (-1)

প্রোটনের ভর কত?

প্রোটনের প্রকৃত ভর (1.673 x 10^-24 g)

প্রোটনের চার্জ কত?

প্রোটনের প্রকৃত চার্জ (+1.60 x 10^-19 C) এবং আপেক্ষিক চার্জ (+1)

নিউটনের প্রকৃত ভর কত?

নিউটনের প্রকৃত ভর (1.675 x 10^-24 g) এবং আপেক্ষিক ভর (1)

পারমাণবিক সংখ্যা কাকে বলে?

কোন মৌলের পরমাণুতে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলে।

নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কাকে বলে?

পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বা ভরসংখ্যা বলে।

আপেক্ষিক পারমাণবিক ভর কি?

কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন-12 আইসোটোপের ভরের ১/১২ অংশের যতগুণ ভারী, সে সংখ্যাকে ঐ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে।

গাঠনিক সংকেত কাকে বলে?

একটি অণুতে পরমাণুগুলো একে অপরের সাথে কীভাবে যুক্ত থাকে তা প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে।

অরবিট কাকে বলে?

নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার যে স্থির কক্ষপথে ইলেকট্রনসহ আবর্তন করে তাকে অরবিট বলে।

অরবিটাল কী?

নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘ প্রাপ্তির সর্বাধিক থাকে তাকে অরবিটাল বলে।

আইসোটোপ কি?

যেসকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন সে সকল পরমাণু পরস্পরের আইসোটোপ।

অথবা, বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়।

তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?

মৌলের যেসব আইসোটোপ স্থিতিশীলতা অর্জনের জন্য স্বঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা, বিটা ও গামা ইত্যাদি রশ্মি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।

জারণ সংখ্যা কাকে বলে?

অণু বা মূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত চার্জসংখ্যাকে জারণ সংখ্যা বলে।

ইলেকট্রন বিন্যাস কি?

কোনো পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে কয়টি ইলেকট্রন কীভাবে বিন্যস্ত আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে।

আউফবাউ নীতি কি?

পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে প্রবেশ করে, এটি আউফবাউ নীতি নামে পরিচিত।

ম্যাক্সওয়েলের তত্ত্বটি কি?

কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং তার ঘূর্ণন পথ ধীরে ধীরে ছোট হয়ে একসময় কেন্দ্রে পতিত হবে, এটি ম্যাক্সওয়েলের তত্ত্ব নামে পরিচিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।