বল – (পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১


স্থিতি জড়তা কাকে বলে?

কোন বস্তু স্থিতিশীল থাকলে তার স্থির থাকার যে প্রবণতা তাই স্থিতি জড়তা। যেমন: থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটি স্থিতি জড়তার কারণে ঘটে।

ভরবেগ কাকে বলে?

কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে।

নিউটনের গতির ২য় সূত্রটি লেখ।

কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

সাম্য বল কাকে বলে?

কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তখন বস্তুটি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে।

অসাম্য বল কাকে বলে?

কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধির মান ও দিক থাকে তখন বলগুলোকে অসাম্য বল বলে।

প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থ (Fluid) এর ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ।

জড়তা কী বা জড়তা কাকে বলে?

বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা।

স্পর্শ বলের সংজ্ঞা দাও।

যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।

ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।

কোনো ব্যবস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্র।

নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখ।

বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

মহাকর্ষ বল কী?

মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে।

পিছলানো ঘর্ষণ কাকে বলে?

একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি করে সেটি হচ্ছে গতি ঘর্ষণ বা পিছলানো ঘর্ষণ।

ঘর্ষণ বল কী?

একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন যে বাধা বলের সৃষ্টি হয়, তাই ঘর্ষণ বল।

তড়িৎ চৌম্বক বল কী?

দুটি চার্জিত বস্তু, দুটি চুম্বক কিংবা পরিবর্তী প্রবাহ সম্পন্ন পরিবাহকের মধ্যে আপেক্ষিক গতির কারণে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হয় তাকে তড়িৎ চৌম্বক বল বলে।

পদার্থের কোন ধর্ম জড়তার পরিমাপক?

ভর হচ্ছে পদার্থের জড়তার পরিমাপক।

অস্পর্শ বল কাকে বলে?

দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

আবর্ত ঘর্ষণ কাকে বলে?

যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বল বলে।

বল কী?

যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল।

প্রবাহী ঘর্ষণ বলতে কী বুঝ?

যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থ (Fluid) এর ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ।

স্থিতি ঘর্ষণ কী?

দুটো বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।