রেচন কাকে বলে?
যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয় তাকে রেচন বলে।
নেফ্রন কি?
বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে।
রেনাল ক্যাপসুল কী?
বৃক্ক সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে।
রেনাল পেলভিস কাকে বলে?
ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে।
মেডুলা কাকে বলে?
রেনাল ক্যাপসুলের ভেতরের অংশকে মেডুলা বলে।
আল্ট্রা-ফিলট্রেট কাকে বলে?
নেফ্রনের গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রুত তরল উৎপন্ন করে। এই তরল কে বলে আল্ট্রা-ফিলট্রেট।
ইউরোক্রোম কী?
এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়, তার নাম ইউরোক্রোম।
হাইলাম কী?
বৃক্কের ভেতরের দিকে অবতল অংশের ভাজকে হাইলাম বলে।
ডায়ালাইসিস কী?
বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস।
কিডনি সংযোজন কাকে বলে?
যখন কোন ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে তখন কোন সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করাই হলো কিডনি সংযোজন।
ফাইটো হরমোন কাকে বলে?
যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে তাকে ফাইটো হরমোন বলে।
করোনারী ধমনি কী?
হৃদপিন্ডের নিজস্ব রক্ত সঞ্চালনকারী ধমনি হলো করোনারী ধমনি।