সমন্বয় – (জীববিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১

মস্তিষ্ক কী?

সুষুম্নাকান্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে।

ফাইটো হরমোন কাকে বলে?

উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত এক বিশেষ জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে একে ফাইটো হরমোন বলে।

নিউরন কী

স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন।

অক্সিন কী?

অক্সিন হল উদ্ভিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইটো হরমোন যার প্রয়োগে উদ্ভিদে শাখা কলমে মূল গজায়, ফলের অকাল ঝরে পড়া রোধ হয় এবং অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বেড়ে যায়।

সিন্যাপস কী?

পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ড্যানড্রাইট এর মধ্যে যে স্নায়ু সন্ধি গঠিত হয় তাকে সিন্যাপস বলে।

ফটোট্রপিক চলন কাকে বলে?

উদ্ভিদের কান্ড এবং শাখা প্রশাখা সব সময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সব সময় আলোর বিপরীত দিকে হয়। একে ফটোট্রপিক চলন বলে।

প্রতিবর্তী ক্রিয়া কী?

যে সব উদ্দিপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্নাকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলোকে প্রতিবর্তী ক্রিয়া বলে।

ভার্নালাইজেশন কাকে বলে?

শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণকে ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে।

অভিকর্ষ উপলব্ধি কী?

ভ্রূনমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। একে অভিকর্ষ উপলব্ধি বলে।

নিউরিলেমা কী?

কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা শাখাহীন অ্যাক্সনের চারদিকে পাতলা আবরণটিকে নিউরিলেমা বলে।

স্নায়ু কলা কী?

যে কলা দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে স্নায়ু কলা বলে।

মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি?

মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হলো সেরিব্রাম।

হরমোন কী?

অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে।

ডোপামিন কী?

ডোপামিন হল স্নায়ুকোষ হতে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ যা শরীরের পেশির নাড়াচাড়ায় সাহায্য করে।

স্ট্রোক কাকে বলে?

মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে।

পস্টুলেটেড হরমোন কী?

উদ্ভিদের কিছু হরমোন আছে যাদেরকে আলাদা করা বা সনাক্ত করা যায়নি। এদের পস্টুলেটেড হরমোন বলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।