গতি – (পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১


স্থিতি কাকে বলে?

সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে ঐ বস্তুর অবস্থাকে স্থিতি বলে।

গতি কাকে বলে?

সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হতে থাকে তাহলে ওই বস্তুর অবস্থাকে গতি বলে।

ঘূর্ণন গতি কাকে বলে?

কোন কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে তার গতিকে ঘূর্ণন গতি বলে।

চলন গতি কাকে বলে?

কোন বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ বস্তুর গতিকে চলন গতি বলে।

পর্যায়বৃত্ত গতি কাকে বলে?

কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।

স্পন্দন গতি কাকে বলে?

পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বলে।

স্কেলার রাশি কাকে বলে?

যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না, শুধু মান দ্বারাই প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে।

ভেক্টর রাশি কাকে বলে?

যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।

সরণ কাকে বলে?

নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।

দ্রুতি কাকে বলে?

যেকোনো দিকে কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে।

তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?

অতি অল্প সময় ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ও সময় ব্যবধানের অনুপাতকে ঐ মুহূর্তকালে বস্তুটির তাৎক্ষণিক দ্রুতি বলে।

গড় দ্রুতি কাকে বলে?

বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তবে তার অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তাকে গড় দ্রুতি বলে।

বেগ কাকে বলে?

নির্দিষ্ট দিকে কোন বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে।

সুষম বেগ কাকে বলে?

যদি গতিশীল কোন বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বলে।

ত্বরণ কাকে বলে?

সময়ের সাথে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।

মন্দন কাকে বলে?

সময়ের সাথে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।

সুষম ত্বরণ কাকে বলে?

কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সুষম ত্বরণ বলে।

কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্রাবলী প্রদান করেন?

বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর উপরে গবেষণা করে তিনটি গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করেন।

পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি কি?

স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে।

পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি কি?

স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ওই সময়ের সমানুপাতিক

পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি কি?

স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (s) অতিক্রম করে তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।