পর্যায় সারণি কাকে বলে?
এ পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোকে তাদের ধর্ম, বৈশিষ্ট্য ও ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানোর জন্য যে ছক ব্যবহার করা হয়েছে তাকে পর্যায় সারণি বলে।
ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে?
সমযোজী অপোলার যৌগের অণুগুলোর মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক – আকর্ষণ বল বিদ্যমান তাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে।
অবস্থান্তর মৌল কি?
যেসব ধাতব মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে।
ডুবেরাইনারের ত্রয়ী সূত্রটি কি?
তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে পর পর সাজালে দেখা যায় যে, মাঝের মৌলটির পারমাণবিক ভর ১ম ও ৩য় মৌলের পারমাণবিক ভরের গাণিতিক গড়ের সমান বা কাছাকাছি।
মেন্ডেলিফের পর্যায়ে সূত্রটি কি?
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।
মুদ্রা ধাতু কাকে বলে?
পর্যায় সারণির গ্রুপ-11 তে অবস্থিত তামা (Cu), রুপা (Ag), সোনা (Au) মৌলসমূহকে একত্রে মুদ্রা ধাতু বলে।
আধুনিক পর্যায় সূত্রটি কি?
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের-পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়।
ইলেকট্রন আসক্তি কাকে বলে?
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে।
তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?
সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোরকে নিজের দিকে আকর্ষণ করার ধর্মকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়।