ভৌত রাশি এবং পরিমাপ – (পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১


পদার্থবিজ্ঞান কি?

বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এ দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান কে দুটি মূল অংশে ভাগ করা যায় যথা – ১. ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। ২. আধুনিক পদার্থবিজ্ঞান।

পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য কি?

পদার্থবিজ্ঞানে উদ্দেশ্য কে তিনটি মূল ভাগে ভাগ করা যায়। যথা – ১. প্রকৃতির রহস্য উৎঘাটন করা। ২. প্রকৃতির নিয়ম গুলো জানা। ৩.প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ঘটানো।

রাশি কাকে বলে?

ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে।

রাশি কত প্রকার ও কি কি?

রাশি দুই প্রকার। যথা ১. মৌলিক রাশি। ২. যৌগিক রাশি।

মৌলিক রাশি কাকে বলে?

যে সকল রাশির পরিমাপ পদ্ধতি অন্য কোন রাশির ওপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলে।

মৌলিক রাশি কয়টি ও কি কি?

মৌলিক রাশি সাতটি। যথা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা।

যৌগিক রাশি কাকে বলে?

যে সকল রাশি পরিমাপের জন্য অন্য রাশির সহযোগিতা প্রয়োজন বা যে সকল রাশির পরিমাপ পদ্ধতি অন্য রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলে।

পরিমাপ কাকে বলে?

কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে?

পরিমাপের একক কি?

ভৌত জগতের কোন রাশিকে পরিমাপ করতে যে আদর্শ অংশের সাথে তুলনা করা হয় তাকে পরিমাপের একক বলে।

মৌলিক একক কাকে বলে?

মৌলিক রাশির একককে অর্থাৎ যে একক অন্য এককের উপর নির্ভর করে না তাকে মৌলিক একক বলে।

উপসর্গ বা গুণিতক কি?

কোন রাশির একককে প্রয়োজন অনুসারে বড় এককে অথবা ছোট এককে পরিণত করতে মূল এককের সাথে যে ১০ ভিত্তিক গুণিতক গুণ করতে হয় তাকে উপসর্গ বা গুনিতক বলে।

মাত্রা কাকে বলে?

কোন যৌগিক রাশিতে বিদ্যমান বিভিন্ন মৌলিক রাশি ও এর সূচকে মাত্রা বলে।

ভার্নিয়ার স্কেল কি?

১ মিলিমিটারের চেয়ে ছোট দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মূল স্কেলের সাথে যে ছোট স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে।

ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এর চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একভাগ যতটুকু ছোট সেই পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।

স্ক্রুর পিচ কাকে বলে?

স্ক্রু-গজের বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ ঘুরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে স্ক্রুর পিচ বলে।

স্ক্রু-গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কাকে বলে?

স্ক্রু-গজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে যন্ত্রের ন্যূনাঙ্ক বলে।

আপেক্ষিক ক্রুটি কাকে বলে?

কোন কিছুর পরিমাপে চূড়ান্ত ত্রুটি ও পরিমাপ্য মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলে।


2 thoughts on “ভৌত রাশি এবং পরিমাপ – (পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম) | নোট ১”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।