স্থিতি জড়তা কাকে বলে?
কোন বস্তু স্থিতিশীল থাকলে তার স্থির থাকার যে প্রবণতা তাই স্থিতি জড়তা। যেমন: থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটি স্থিতি জড়তার কারণে ঘটে।
ভরবেগ কাকে বলে?
কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে এর ভরবেগ বলে।
নিউটনের গতির ২য় সূত্রটি লেখ।
কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
সাম্য বল কাকে বলে?
কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তখন বস্তুটি স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে।
অসাম্য বল কাকে বলে?
কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধির মান ও দিক থাকে তখন বলগুলোকে অসাম্য বল বলে।
প্রবাহী ঘর্ষণ কাকে বলে?
যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থ (Fluid) এর ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ।
জড়তা কী বা জড়তা কাকে বলে?
বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা।
স্পর্শ বলের সংজ্ঞা দাও।
যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখ।
কোনো ব্যবস্থার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ বা নিত্যতার সূত্র।