রাশি কাকে বলে?
ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে।
রাশি কত প্রকার ও কি কি?
রাশি দুই প্রকার। যথা ১. মৌলিক রাশি। ২. যৌগিক রাশি।
মৌলিক রাশি কাকে বলে?
যে সকল রাশির পরিমাপ পদ্ধতি অন্য কোন রাশির ওপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক রাশি বলে।
মৌলিক রাশি কয়টি ও কি কি?
মৌলিক রাশি সাতটি। যথা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা।
যৌগিক রাশি কাকে বলে?
যে সকল রাশি পরিমাপের জন্য অন্য রাশির সহযোগিতা প্রয়োজন বা যে সকল রাশির পরিমাপ পদ্ধতি অন্য রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলে।
দূরত্ব কাকে বলে?
যদি কোন বস্তু কণা অবস্থার পরিবর্তন করে তাহলে এটি যে পথে ভ্রমণ করে সেই পথের মোট দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দূরত্ব একটি স্কেলার রাশি।
সরণ কাকে বলে?
নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি।
দ্রুতি কাকে বলে?
কোন বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্ব কে তার দ্রুতি বলে? দ্রুতি একটি স্কেলার রাশি।
বেগ কাকে বলে?
নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে? বেগ একটি ভেক্টর রাশি।
ত্বরণ কাকে বলে?
বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ একক সময়ে বেগের যতটুকু বৃদ্ধি ঘটে তাই হচ্ছে ত্বরণ।
মন্দন কাকে বলে?
বেগ হ্রাসের হারকে মন্ধন বলে। অর্থাৎ একক সময়ে যতটুকু বেগ হ্রাস পায় তাই হচ্ছে মন্দন।
বল কাকে বলে?
স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করতে যা প্রয়োগ করতে হয় তাই হচ্ছে বল।
জড়তা কাকে বলে?
বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। স্থির বস্তুর স্থির থাকতে চাওয়া এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার এই প্রবণতাকে জড়তা বলে।
জড়তা কয় প্রকার ও কি কি?
জড়তা দুই প্রকার? ১. স্থিতি জড়তা ২. গতি জড়তা।
স্যার, অনুশীলন অংশটা দ্রুত যুক্ত করবেন। প্লিজ
ইনশাআল্লাহ খুব দ্রুত যুক্ত করবো।