যেভাবে সম্পন্ন হবে নতুন কারিকুলামের শিখন ও মূল্যায়ন প্রক্রিয়া।

নতুন কারিকুলাম এর মূলনীতি হচ্ছে – অভিজ্ঞতা ভিত্তিক শিখন ও যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। এই কারিকুলাম অনুযায়ী শিখন প্রক্রিয়া ৪টি ধাপে আবর্তিত হবে। যথা – ১. বাস্তব অভিজ্ঞতা ২. পর্যবেক্ষণমূলক প্রতিবেদন ৩. বিমূর্ত ধারণায়ণ ৪. সক্রিয় পরীক্ষণ। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতার উপাদান ৪টি যথা – জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি। এই ৪টি উপাদানের ভিত্তিতে প্রতিটি যোগ্যতা … পড়তে থাকুন যেভাবে সম্পন্ন হবে নতুন কারিকুলামের শিখন ও মূল্যায়ন প্রক্রিয়া।

এক নজরে নতুন কারিকুলাম | ২০২৪ ‍সাল থেকে ৮ম ও ৯ম শ্রেনীতে চালু হওয়া নতুন কারিকুলামে যা যা থাকছে।

২০২৩ সাল থেকে ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীতে নতুন কারিকুলাম চালু করা হলেও এবার ২০২৪ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেনীতে চালু করা হয়েছে নতুন কারিকুলাম। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেননা নতুন কারিকুলামের মাধ্যমে বাতিল করা হয়েছে প্রচলিত সৃজনশীল পরীক্ষা পদ্ধতি, নানা পরিবর্তন আনা হয়েছে পাঠ্যসূচি, শিখন ও মূল্যায়ন কৌশলে। চলুন … পড়তে থাকুন এক নজরে নতুন কারিকুলাম | ২০২৪ ‍সাল থেকে ৮ম ও ৯ম শ্রেনীতে চালু হওয়া নতুন কারিকুলামে যা যা থাকছে।