Sentence ও এর প্রকারভেদ

ইংরেজি ভাষার মৌলিক উপাদান গুলোর অন্যতম একটি হচ্ছে Sentence বা বাক্য। এখানে Sentece ও এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রথমেই জানা যাক, Sentece কি?

Sentence বা বাক্য হল ভাষার প্রাণ। কারণ Sentence এর কাজই হল মনের ভাব প্রকাশ করা।

Sentence এর সংজ্ঞাঃ একাধিক অর্থবোধক Word বা শব্দ যখন পাশাপাশি বসে মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে।

অর্থাৎ যে শব্দ বা শব্দসমষ্টি দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় যা সাধারণত কর্তা ও ক্রিয়া দ্বারা গঠিত, তাকে Sentence বা বাক্য বলে।

Sentence এর উদাহরণঃ I am writing. You are reading. We play cricket everyday. etc এগুলো সবই Sentence এর উদাহরণ। তবে is a this not sentece. এটা Sentence নয় কারণ এটা কোন অর্থ প্রকাশ করে না। Sentence হতে হলে Word গুলোকে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে পাশাপাশি বসে মনের একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে।

এবার জানা যাক Sentence এর প্রকারভেদ-

ইংরেজি ভাষায় অর্থভেদে Sentence ৫ প্রকার। যথাঃ –

  1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)
  2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
  3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
  4. Optative Sentence (ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য)
  5. Exclamatory Sentence (আবেগসূচক বাক্য)

ইংরেজি ভাষায় গঠনভেদে Sentence ৩ প্রকার। যথাঃ –

  1. Simple Sentence বা সরল বাক্য
  2. Complex Sentence বা জটিল বাক্য
  3. Compound Sentence বা যৌগিক বাক্য

এবার একে একে বিভিন্ন প্রকার Sentence সম্পর্কে পরবর্তী পোস্ট গুলোতে বিস্তারিত আলোচনা করা হল।

এই পাতাটি বর্তমানে নির্মাণাধীন আছে। এটি খুব শিগ্রই পরিপূর্ণ করা হবে।

বিদ্যাঘর তথ্য ভান্ডারে নিচের বিদ্যাগুচ্ছগুলো উন্মুক্ত রয়েছে। ভ্রমণ করতে ক্লিক করুন –

প্রথমিক শিক্ষা বাতায়ন – প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন প্রাথমিক শিক্ষা বাতায়ন।

মাধ্যমিক শিক্ষা বাতায়ন – মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন মাধ্যমিক শিক্ষা বাতায়ন।

উচ্চ শিক্ষা বাতায়ন – বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন উচ্চ শিক্ষা বাতায়ন।

পেশা বাতায়ন – চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন পেশা বাতায়ন।

আপনাকে ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় পাতাটি এই মুহূর্তে পরিপূর্ণ না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে এই পাতাটিতে অবদান রাখতে পারেন। এ ক্ষেত্রে আপনাকে আমাদের অবদানকারীর তালিকায় নিবন্ধিত হতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের মেইল করতে পারেন bidyaghor@gmail.com এই ঠিকানায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।