SSC Preparation Program for Class 10 – 2023 Batch

২০২৩ সালের ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের বিনামূল্যে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং এই কোর্স প্লানটি শেয়ার করছে। এই প্রোগ্রামটি যথারীতি বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম একটি সেচ্ছাসেবী সংগঠন যাদের মূল উদ্দেশ্য বিনামূল্যে প্রাতিষ্ঠানিক জ্ঞানকে সবার কাছে সহজলভ্য করা।

প্রস্তুতি প্রোগ্রামের বিষয়বস্তু –

২০২৩ সালের দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি প্রস্তুতি প্রোগ্রামের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে – গণিত, বিজ্ঞান, পদার্থ, রসায়ন, বায়োলজি ও উচ্চতর গণিত। এই সবগুলো বিষয়ের পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মোট ৯০টি ক্লাস নেওয়া হবে। যার মধ্যে গণিত বিষয়ে ১১টি, বিজ্ঞান বিষয়ে ১৭টি, পদার্থ বিষয়ে ১৭টি, রসায়ন বিষয়ে ১৭টি, বায়োলজি বিষয়ে ১৭ টি এবং উচ্চতর গণিত বিষয়ে ১১ টি ক্লাস সহ মোট ৯০ টি ক্লাসে সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করা হবে।

প্রস্তুতি প্রোগ্রামের সময় সীমা –

প্রস্তুতি প্রোগ্রামের সময় সীমা ধরা হয়েছে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতি সপ্তাহে ২টি করে মোট ৯০ টি ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রোগ্রামটি সম্পন্ন করা হবে। এই ক্লাস গুলো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে অনলাইনে সঞ্চালন করা হবে। এ বছর (২০২৩) এ প্রোগ্রামটি মার্চ মাস থেকে শুরু করা হচ্ছে।

কেয়ারিং ক্লাশের পরিকল্পনা –

সপ্তাহ ভিত্তিক ১ম দশ সপ্তাহের ক্লাস পরিকল্পনা নিচে শেয়ার করা হলো। সপ্তাহ ভিত্তিক সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

সপ্তাহতারিখবিষয়
১ম সপ্তাহ০৭/০৩/২০২৩সাধারণ গণিত – ১
০৯/০৩/২০২৩পদার্থ বিজ্ঞান – ১
২য় সপ্তাহ১৪/০৩/২০২৩সাধারণ বিজ্ঞান – ১
১৬/০৩/২০২৩রসায়ন বিজ্ঞান – ১
৩য় সপ্তাহ২১/০৩/২০২৩উচ্চতর গণিত – ১
২৩/০৩/২০২৩জীব বিজ্ঞান – ১
৪র্থ সপ্তাহ ২৮/০৩/২০২৩পদার্থ বিজ্ঞান – ২
৩০/০৩/২০২৩রসায়ন বিজ্ঞান – ২
৫ম সপ্তাহ০৪/০৪/২০২৩সাধারণ গণিত – ২
০৬/০৪/২০২৩সাধারণ বিজ্ঞান -২
৬ষ্ঠ সপ্তাহ ১১/০৪/২০২৩রসায়ন বিজ্ঞান -৩
১৩/০৪/২০২৩জীব বিজ্ঞান – ৩
৭ম সপ্তাহ ১৮/০৪/২০২৩উচ্চতর গণিত – ২
২০/০৪/২০২৩পদার্থ বিজ্ঞান -৩
৮ম সপ্তাহ ২৫/০৪/২০২৩রসায়ন বিজ্ঞান – ৪
২৭/০৪/২০২৩সাধারণ বিজ্ঞান -৩
৯ম সপ্তাহ০২/০৫/২০২৩পদার্থ বিজ্ঞান – ৪
০৪/০৫/২০২৩রসায়ন বিজ্ঞান – ৫
১০ম সপ্তাহ০৯/০৫/২০২৩সাধারণ গণিত – ৩
১১/০৫/২০২৩সাধারণ বিজ্ঞান – ৪
সম্পূর্ণ প্রোগ্রামের সপ্তাহ ভিত্তিক ক্লাস পরিকল্পনা দেখতে এখানে ক্লিক করো

সাধারণ গণিত বিষয়ে সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

সাধারণ বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

পদার্থ বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

রসায়ন বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

জীব বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

উচ্চতর গণিত বিষয়ে সম্পূর্ণ ক্লাস পরিকল্পনা দেখতে এই লিংকে ভ্রমন করো

অনলাইন ক্লাসে জয়েন করার নিয়ম –

বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং আয়োজিত সকল প্রোগ্রামের কেয়ারিং ক্লাসগুলো সাধারণত গুগোল মিট এর মাধ্যমে নেওয়া হয়। তোমরা যারা গুগোল মিট এ কিভাবে ক্লাসে জয়েন করতে হয় জানোনা তারা ইউটিউবে এ সংক্রান্ত অসংখ্য ভিডিও আছে দেখে নিতে পারো। গুগোল মিট এর ক্লাসে জয়েন করার জন্য একটি ক্লাস কোড থাকে এই কোড দিয়েই ঐ ক্লাসে জয়েন করতে হয়। এই প্রোগ্রামের সকল ক্লাসের পূর্বে যথাযথ সময়ে ক্লাসে জয়েন করার কোডটি বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং এর ফেইসবুক পেইজে শেয়ার করা হবে। তাছাড়া এই পেইজে শিক্ষার্থীদের প্রয়োজনীয় আরও অনেক স্টাডি রিসোর্স শেয়ার করা হয়। তাই তোমরা এই পেইজটি ফলো করে রাখতে পারো।

সাধারণ নীতিমালা –

এই কোর্সটিতে অংশগ্রহণের জন্য কোন প্রকার সাইন আপ, রেজিস্ট্রেশন বা অর্থ পরিশোধের প্রয়োজন নেই। বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং আয়োজিত এই প্রোগ্রামটি সম্পূর্ন বিনামূল্যে শিক্ষার্থীদের সহযোগীতার জন্য পরিচালিত হচ্ছে।

এই প্রোগ্রামের লাইভ কেয়ারিং ক্লাসগুলোতে আলোচিত টপিক নিয়ে প্রয়োজনিয় ভিডিওগুলো বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং ফেইসবুক পেইজবিদ্যাঘর ইউটিউভ চ্যানেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।

কোর্স সংক্রান্ত যে কোন প্রশ্ন, পরামর্শ, অভিযোগের জন্য ইমেল করতে পারেন bidyaghor@gmail.com এই ঠিকানায়। অথবা হুয়াটসএ্যাপে কল করতে পার (০১৫৫৭৭৩৩৫০৫) এই নাম্বারে।

কিছু গুরুত্বপূর্ণ বিদ্যালিংক –

প্রথমিক শিক্ষা বাতায়ন – প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন প্রাথমিক শিক্ষা বাতায়ন।

মাধ্যমিক শিক্ষা বাতায়ন – মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন মাধ্যমিক শিক্ষা বাতায়ন।

উচ্চ শিক্ষা বাতায়ন – বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন উচ্চ শিক্ষা বাতায়ন।

পেশা বাতায়ন – চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন পেশা বাতায়ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।