জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এক সাথে পেতে এই পোস্টটি সহায়ক হবে। প্রতি বছর এই পোস্টটিকে তথ্য দিয়ে আপডেট করা হয়।
মোট ইউনিট সংখ্যাঃ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট রয়েছে।
- A ইউনিট (গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ)
- B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ)
- C ইউনিট (কলা ও মানবিকী অনুষদঃ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ ব্যতীত)
- C1 ইউনিট ( কলা ও মানবিকী অনুষদঃ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ)
- D ইউনিট ( জীববিজ্ঞান অনুষদ)
- E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
- F ইউনিট (আইন অনুষদ)
- G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন [ আইবিএ-জেইউ])
- H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
- I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
বিভিন্ন (ইউনিট/অনুষদের) বিষয় সমূহ ও ভর্তির ন্যূনতম যোগ্যতাঃ
এইখানে SSC ও HSCপরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের ন্যূনতম যোগফল দেয়া হল।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য A ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- গণিত (মোট জিপিএ ৭.৫০)
- পরিসংখ্যান (মোট জিপিএ ৭.৫০)
- রসায়ন (মোট জিপিএ ৮.০০)
- পদার্থ (মোট জিপিএ ৮.০০)
- ভূতাত্ত্বিক বিজ্ঞান (মোট জিপিএ ৮.০০)
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (মোট জিপিএ ৮.৫০)
- পরিবেশ বিজ্ঞান (মোট জিপিএ ৮.৫০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য B ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- অর্থনীতি (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
- ভূগোল ও পরিবেশ (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- সরকার ও রাজনীতি (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- নৃবিজ্ঞান (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
- নগর ও অঞ্চল পরিকল্পনা (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
- লোক প্রশাসন (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য C ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- বাংলা ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
- ইংরেজী ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.২৫ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৭৫)
- ইতিহাস ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
- দর্শন ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- প্রত্নতত্ত্ব ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.৫০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- আন্তর্জাতিক সম্পর্ক ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০)
- জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য C1 ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- নাটক ও নাট্যতত্ত্ব ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৬.৫০)
- চারুকলা ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৬.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য D ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- উদ্ভিদ বিজ্ঞান (মোট জিপিএ ৮.০০)
- প্রাণিবিদ্যা (মোট জিপিএ ৮.০০)
- ফার্মেসী (মোট জিপিএ ৮.৫০)
- প্রাণরাসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (মোট জিপিএ ৮.০০)
- মাইক্রোবায়োলজি (মোট জিপিএ ৮.৫০)
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (মোট জিপিএ ৮.৫০)
- পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স (মোট জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য E ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- মার্কেটিং (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
- ম্যানেজমেন্ট স্টাডিজ (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য F ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- আইন ও বিচার (সকল শাখার জন্য জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য G ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- বিবিএ প্রোগ্রাম (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য H ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- ইনফরমেশন টেকনোলজি (বিজ্ঞান শাখার জন্য ৮.০০ )
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য I ইউনিটে প্রয়োজনীয় যোগ্যতা
- বঙ্গবন্ধ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি (মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
পরীক্ষা পদ্ধতিঃ
- mcq পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে। optical mark reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।প্রতিটি ভূল উত্তরের জন্য ০.০২ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।
- ভর্তি পরীক্ষার নম্বর ও সময়
- G ইউনিট ব্যতীত অন্যান্য সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে।সময় ৫৫ মিনিট।তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট দেয়া হবে।
- C1 ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেয়া হবে।ব্যবহারিক পরীক্ষার পাশ নম্বর ৪০%।
- G ইউনিটে ৭৫ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার সময় ৫৫ মিনিট।তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট দেয়া হবে। ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নেয়া হবে।
- সকল ইউনিটের জন্য লিখিত পরীক্ষার পাশ নাম্বার ন্যূনতম ৩৩%।
- শুধুমাত্র C ইউনিটের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ১৫ নাম্বারের মধ্যে ন্যূনতম ০৭ নাম্বার পেতে হবে।
পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নাম্বারঃ
- A ইউনিট
- গ্ণিত ২২,পদার্থ ২২,রসায়ন ২২,বাংলা ০৩,ইংরেজি ০৩,বুদ্ধিমত্তা (বিজ্ঞান বিষয়ক) ০৮ নাম্বার
- B ইউনিট
- বাংলা ১০,ইংরেজি ১৫,গনিত ১৫,সাধারণ জ্ঞান ২৫,বুদ্ধিমত্তা ১৫ নাম্বার
- C ইউনিট
- বাংলা ১৫,ইংরেজি ১৫,অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নাম্বার
- C1 ইউনিট
- বাংলা ১০,ইংরেজি ১০,বিষয়ভিত্তিক ৬০ নাম্বার
- D ইউনিট
- বাংলা ও ইংরেজি ০৮,রসায়ন ২৪,উদ্ভিদবিজ্ঞান ২২,প্রাণিবিদ্যা ২২,বুদ্ধিমত্তা ০৪ নাম্বার
- E ইউনিট
- বাংলা ১৫,ইংরেজি ৩০,গ্ণিত ১৫,হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নাম্বার
- F ইউনিট
- বাংলা ২৫,ইংরেজি ২৫,সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা ৩০ নাম্বার
- G ইউনিট
- বাংলা ০৫,ইংরেজি ৩০, Mathematical Aptitude ও IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১০,মৌখিক পরীক্ষা ০৫ নাম্বার
- H ইউনিট
- বাংলা ০৫,ইংরেজি ১৫, গণিত ৪০, পদার্থ২০ নাম্বার
- I ইউনিট
- বাংলা ১৫, ইংরেজি ১৫,বিশ্বসাহিত্য ১০,সাধারণ জ্ঞান ১০, সংস্কৃতি ০৫, নৃবিজ্ঞান ০৫, প্রত্নতত্ত্ব ০৫, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ১০, ইতিহাস-ঐতিহ্য ০৫ নাম্বার
মেধাতালিকা তৈরী ও প্রার্থী নির্বাচনঃ
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ২.৫ দ্বারা গুণ করে প্রাপ্ত নাম্বার যোগ করে মোট সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যার ১০ গুন ছাত্র-ছাত্রীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে।
সতর্কতাঃ
যা যা নিতে হবেঃ
- প্রবেশপত্র
- মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
- সাধারণ বলপেন
যা যা নেওয়া যাবে নাঃ
- মোবাইল ফোন
- ডিজিটাল ঘড়ি
- অন্য কোন সহায়ক ডিভাইস ইত্যাদি
তথ্যসূত্রঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইট