ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল নিয়মাবলি ও বিস্তারিত তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এক সাথে পেতে এই পোস্টটি সহায়ক হবে। প্রতি বছর এই পোস্টটিকে তথ্য দিয়ে আপডেট করা হয়।

মোট ইউনিট সংখ্যাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৫ টি ইউনিট রয়েছে।

  • বিজ্ঞান অনুষদ (ক ইউনিট)
  • কলা অনুষদ (খ ইউনিট)
  • ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট)
  • সামাজিক বিজ্ঞান অনুষদ (ঘ ইউনিট)
  • চারুকলা অনুষদ (চ ইউনিট)

বিভিন্ন (ইউনিট/অনুষদের) বিষয় সমূহ ও আসন সংখ্যাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ক ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

ক ইউনিটে মোট বিষয় ৩১টি এবং আসন সংখ্যা ১৭৯৫টি।

বিজ্ঞান অনুষদঃ

  • পদার্থ বিজ্ঞান(১৪০)
  • গণিত(১৩০)
  • রসায়ন(৯০)
  • (পরিসংখ্যান, প্রান পরিসংখ্যান ও তথ্য প্রযুক্তি)(৮৮)
  • ফলিত গণিত(৭০)

জীববিজ্ঞান অনুষদঃ

  • (মৃত্তিকা, পানি ও পরিবেশ)(১২০)
  • উদ্ভিদ বিজ্ঞান(৭৫)
  • প্রাণীবিদ্যা(১০০)
  • (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)(৬০)
  • মনো বিজ্ঞান(৫০)
  • অনুজীব বিজ্ঞান(৪০)
  • মৎস বিজ্ঞান(৪০)
  • (জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি)(১৭)

ফার্মেসী অনুষদঃ

  • ফার্মেসী (৬৫)

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদঃ

  • (ভূগোল ও পরিবেশ)(৫০)
  • ভূতত্ত্ব(৫০)
  • সমুদ্রবিজ্ঞান(২৫)
  • দূর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা(৩০)

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদঃ

  • ইলেকট্রনিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিঃ(৭০)
  • (ফলিত রসায়ন ও কেমি কৌশল)(৬০)
  • (কম্পিউটার সাইন্স ও ইঞ্জিঃ)(৬০)
  • নিউক্লিয়ার ইঞ্জিঃ(২৫)
  • রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিঃ(২০)

পরিসংখ্যান গবেষনা ও শিক্ষন ইনস্টিটিউটঃ

  • ফলিত পরিসংখ্যান(৫০)

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটঃ

  • পুষ্টি ও খাদ্য বিজ্ঞান(৩৫)

তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটঃ

  • সফটওয়্যার ইঞ্জিঃ(৩০)

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটঃ

  • লেদার ইঞ্জিঃ(৫০)
  • লেদার প্রোডাক্ট ইঞ্জিঃ(৫০)
  • ফুটওয়্যার ইঞ্জিঃ(৫০)

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটঃ

  • ভৌত বিজ্ঞান বিষয়ক(৩০)
  • জীববিজ্ঞান বিষয়ক(২৫)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি খ ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

খ ইউনিটে মোট বিষয় ৩৩টি এবং আসন সংখ্যা ১১৬৯টি

কলা অনুষদঃ

  • বাংলা(৩২)
  • ইংরেজি(২৫)
  • আরবি(৩০)
  • ফারসি ভাষা ও সাহিত্য(৩০)_
  • ঊর্দু(৫০)
  • সংস্কৃত(৩০)
  • পালি এন্ড বুদ্বিস্ট স্টডিজ(৩০)
  • ইতিহাস(৩০)
  • দর্শন(৩০)
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(৪০)
  • ইসলামিক স্টাডিজ(৪০)
  • তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা(২০)
  • ভাষা বিজ্ঞান(৩৫)
  • নৃত্যকলা(২০)
  • সংগীত(৩০)
  • বিশ্বধর্ম ও সংস্কৃতি(৪০)

সামাজিক বিজ্ঞান অনুষদঃ

  • অর্থনীতি(৭৮)
  • রাষ্ট্রবিজ্ঞান(১০০)
  • আন্তর্জাতিক সম্পর্ক(৫০)
  • সমাজ বিজ্ঞান(৪০)
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা(৩৩)
  • লোক প্রশাসন(৬০)
  • নৃবিজ্ঞান(২৫)
  • শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন(৩০)
  • উইমেন ও জেন্ডার স্টাডিজ(২৫)
  • ডেভেলপমেন্ট স্টাডিজ(১৫)

আইন অনুষদঃ

  • আইন(১৬)

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদঃ

  • ভূগোল ও পরিবেশ(২০)

জীববিজ্ঞান অনুষদঃ

  • মনোবিজ্ঞান(৩০)

সমাজকল্যান ও গবেষনা ইনস্টিটিউটঃ

  • সমাজকল্যান(১৫)

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটঃ

  • স্বাস্থ্য অর্থনীতি (৩০)

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটঃ

  • শিক্ষা(বি.এড.সম্মান)(৬০)

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজঃ

  • ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজ(৩০)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য গ ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

গ ইউনিটে মোট বিষয় ৯টি এবং আসন সংখ্যা ১২৫০ টি

  • ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ(১৮০)
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ(১৮০)
  • মার্কেটং বিভাগ(১৮০)
  • ফিনান্স বিভাগ(১৮০)
  • ব্যাংকিং বিভাগ(১৫০)
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ(১১৫)
  • ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ(১১৫)
  • ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ(১১৫)
  • অর্গানাইজেশন স্ট্রেটিজি এন্ড লিডারশীপ(৩৫)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ঘ ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

ঘ ইউনিটে মোট বিষয় ৫৫টি এবং আসন সংখ্যা ১৫৬০টি

কলা অনুষদঃ

  • বাংলা(৩২)
  • ইংরেজি(২৫)
  • আরবি(৩০)
  • ফারসি ভাষা ও সাহিত্য(৩০)
  • ঊর্দু(৫০)
  • সংস্কৃত(৩০)
  • পালি এন্ড বুদ্বিস্ট স্টডিজ(৩০)
  • ইতিহাস(৩০)
  • দর্শন(৩০)
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(৪০)
  • ইসলামিক স্টাডিজ(৪০)
  • তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা(২০)
  • থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ(১০)
  • ভাষা বিজ্ঞান(৩৫)
  • নৃত্যকলা(২০)
  • সংগীত(৩০)
  • বিশ্বধর্ম ও সংস্কৃতি(৪০)

সামাজিক বিজ্ঞান অনুষদঃ

  • অর্থনীতি(৭৮)
  • রাষ্ট্রবিজ্ঞান(১০০)
  • আন্তর্জাতিক সম্পর্ক(৫০)
  • সমাজ বিজ্ঞান(৪০)
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা(৩৩)
  • লোক প্রশাসন(৬০)
  • নৃবিজ্ঞান(২৫)
  • শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন(৩০)
  • উইমেন ও জেন্ডার স্টাডিজ(২৫)
  • ডেলেপমেন্ট স্টাডিজ(১৫)
  • পপুলেশন সায়েন্সেস(১৩)
  • টেলিভিশন,ফিল্ম এন্ড ফটোগ্রাফি(২০)
  • ক্রিমিনোলজী(৪০)
  • যোগাযোগ বৈকল্য(২০)
  • প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স স্টাডিজ(২০)
  • জাপানিজ স্টাডিজ(৪৫)

বিজনেস স্টাডিজ অনুষদঃ

  • ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ(১৫)
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ(১৫)
  • মার্কেটং বিভাগ(১৫)
  • ফিনান্স বিভাগ(১৫
  • ব্যাংকিং বিভাগ(৭)
  • ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ(৫)
  • ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ(৫)
  • ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ। (৬)
  • অর্গানাইজেশন স্ট্র্যাটিজি এন্ড লিডারশিপ(২০)

বিজ্ঞান অনুষদঃ

  • গণিত(৫)
  • (পরিসংখ্যান,প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান)(১৬)

আইন অনুষদঃ

  • আইন(১৫)

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদঃ

  • ভূগোল ও পরিবেশ(২০)

জীববিজ্ঞান অনুষদঃ

  • মনোবিজ্ঞান(৩০)

সমাজকল্যান ও গবেষনা ইনস্টিটিউটঃ

  • সমাজকল্যান(১৫)

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটঃ

  • স্বাস্থ্য অর্থনীতি (৩০)

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটঃ

  • শিক্ষা(বি.এড.সম্মান)(৬০)

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজঃ

  • ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারাবিলিটি স্টাডিজ(৩০)

আধুনিক ভাষা ইনস্টিটিউটঃ

  • (ইংরেজী,ফ্রান্স,চীন,জাপান)(৫০)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য চ ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

চ ইউনিটে মোট বিষয় ৮টি এবং মোট আসন সংখ্যা ১৩৫টি

  • অংকন ও চিত্রাংকন (৩০)
  • গ্রাফিক্স ডিজাইন (২৫)
  • প্রিণ্টমেকিং (১২)
  • প্রাচ্যকলা (১৫)
  • মৃৎশিল্প (১০)
  • ভাস্কর্য (১০)
  • কারুশিল্প (১৫)
  • শিল্পকলার ইতিহাস(১৮)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ন্যূনতম যোগ্যতাঃ

সর্বপ্রথম পরিক্ষার্থীকে HSC পরীক্ষায় পাশ হতে হবে।

ক ইউনিটঃ

SSC ও HSC এর মোট GPA 8.00 হতে হবে(কোনোটিতে 3.50 এর নিচে নয়)।

খ ইউনিটঃ

SSC ও HSC এর মোট GPA 7.00 হতে হবে(কোনোটিতে 3.00 এর নিচে নয়)।

গ ইউনিটঃ

SSC ও HSC এর মোট GPA 7.50 হতে হবে(কোনোটিতে 3.50 এর নিচে নয়)।

ঘ ইউনিটঃ

বিজ্ঞানঃ SSC ও HSC এর মোট GPA 8.00 হতে হবে(কোনোটিতে 3.50 এর নিচে নয়)।

মানবিকঃ SSC ও HSC এর মোট GPA 7.00 হতে হবে(কোনোটিতে 3.00 এর নিচে নয়)।

ব্যাবসায়ঃ SSC ও HSC এর মোট GPA 7.50 হতে হবে(কোনোটিতে 3.00 এর নিচে নয়)।

বিঃদ্রঃ (ঘ) ইউনিটে আবেদনকারীর HSC তে কোনো বিষয়ে GPA 3.00 এর নিচে থাকলে সে আবেদন করতে পারবেনা।

চ ইউনিটঃ

এই ইউনিটে যেকোনো বিভাগের পরিক্ষার্থী পরিক্ষা দিতে পারবে ।

SSC ও HSC এর মোট GPA 6.50 হতে হবে(কোনোটিতে 3.00 এর নিচে নয়)।

পরীক্ষার বিষয়সমূহ ও নির্ধারিত নাম্বারঃ

ক ইউনিটঃ

ঢাবি তে এইবার নতুন নিয়মে পরীক্ষা হবে।মোট ১২০ নাম্বারের পরীক্ষা হবে। এই ১২০ নাম্বারের মধ্যে ৭৫ নাম্বার mcq ও ৪৫ নাম্বার লিখিত নেওয়া হবে। mcq এর জন্য সময় থাকবে ৫০ মিনিট এবং লিখিত এর জন্য সময় থাকবে ৪০ মিনিট। বিষয় গুলো হলোঃ

  • পদার্থ (আবশ্যিক) (১৫×১.২৫)=১৮.৭৫
  • রসায়ন(আবশ্যিক) (১৫×১.২৫)=১৮.৭৫
  • গণিত (১৫×১.২৫)=১৮.৭৫
  • জীববিজ্ঞান (১৫×১.২৫)=১৮.৭৫
  • বাংলা (১৫×১.২৫)=১৮.৭৫
  • ইংরেজী (১৫×১.২৫)=১৮.৭৫

চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজী দেওয়া যাবে।

লিখিত এর জন্য প্রতিটি বিষয়ে মোট নাম্বার ১১.২৫।প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

খ ইউনিটঃ

ঢাবি তে এইবার নতুন নিয়মে পরীক্ষা হবে। মোট ১২০ নাম্বারের মধ্যে ৭৫ নাম্বার mcq ও ৪৫ নাম্বার লিখিত নেওয়া হবে। mcq এর জন্য সময় থাকবে ৫০ মিনিট ও লিখিত এর জন্য সময় থাকবে ৪০ মিনিট। mcq এ মোট প্রশ্ন থাকবে ৬০টি। mcq অংশ

  • বাংলা/ elective english* (১৬×১.২৫)=২০ (প্রশ্ন ১৬ টি)
  • ইংরেজী (১৬×১.২৫)=২০ (প্রশ্ন ১৬ টি)
  • সাধারণ জ্ঞান(আন্তর্জাতিক ও বাংলাদেশ) (২৮×১.২৫)=৩৫ (প্রশ্ন ২৮ টি)

যারা এ লেভেল পাশ করেছে কেবল তারাই elective english অংশ উত্তর দিবে।

লিখিত অংশ

  • বাংলা/ elective english(২৫ নাম্বার )
  • ইংরেজী (২০ নাম্বার)

গ ইউনিটঃ

ঢাবি তে এইবার নতুন নিয়মে পরীক্ষা হবে। মোট ১২০ নাম্বারের মধ্যে ৭৫ নাম্বার mcq ও ৪৫ নাম্বার লিখিত নেওয়া হবে। mcq এর জন্য সময় থাকবে ৫০ মিনিট ও লিখিত এর জন্য সময় থাকবে ৪০ মিনিট। mcq এ মোট প্রশ্ন থাকবে ৬০টি। mcq অংশ

  • বাংলা (১২×১.২৫)=১৫
  • ইংরেজী (১২×১.২৫)=১৫
  • হিসাববিজ্ঞান (১২×১.২৫)=১৫
  • ব্যবসায় নীতি ও প্রয়োগ (১২×১.২৫)=১৫
  • মার্কেটিং/ফিন্যান্স এন্ড ব্যাংকিং(১২×১.২৫)=১৫

লিখিত অংশ

  • অনুবাদ বাংলা থেকে ইংরেজী (৫টি) ৫ নাম্বার
  • অনুবাদ ইংরেজী থেকে বাংলা (৫টি) ৫ নাম্বার
  • বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ(ইংরেজী) (৫টি) ৫ নাম্বার
  • সংক্ষিপ্ত রচনা (বাংলা) (১টি) ৫ নাম্বার
  • precis writing ( ১টি) ৫ নাম্বার

ঘ ইউনিটঃ

ঢাবি তে এইবার নতুন নিয়মে পরীক্ষা হবে। মোট ১২০ নাম্বারের মধ্যে ৭৫ নাম্বার mcq ও ৪৫ নাম্বার লিখিত নেওয়া হবে। mcq এর জন্য সময় থাকবে ৫০ মিনিট ও লিখিত এর জন্য সময় থাকবে ৪০ মিনিট। mcq এ মোট প্রশ্ন থাকবে ৬০টি।

  • বাংলা (১৬×১.২৫)=২০
  • ইংরেজী (১৬×১.২৫)=২০
  • সাধারণ জ্ঞান(আন্তর্জাতিক ও বাংলাদেশ) (২৮×১.২৫)=৩৫

লিখিত অংশ

  • বাংলা (১৫ নাম্বার)
  • ইংরেজী (১৫ নাম্বার)
  • সাধারণ জ্ঞান(আন্তর্জাতিক ও বাংলাদেশ) (১৫ নাম্বার)

চ ইউনিটঃ

এই ইউনিটে দুইটি বিষয়ে পরীক্ষা হয়।এমনকি এখানে জিপিএ এর কোনো নাম্বার নেই।

  • সাধারণ জ্ঞান ৫০ নাম্বার
  • অংকন(ফিগার ড্রয়িং) ৭০ নাম্বার

পরীক্ষা পদ্ধতিঃ

ক,খ,গ,ঘ ইউনিটঃ

ঢাবিতে এইবার নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে।শুধুমাত্র চ ইউনিট বাদে বাকি ইউনিটগুলোর পরীক্ষা পদ্ধতি একই রকম। মোট ২০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।তার মধ্যে ৮০ নাম্বার ssc ও hsc এর জিপিএ থেকে।বাকি ১২০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই ১২০ নাম্বারের মধ্যে ৪৫ নাম্বার হবে লিখিত এবং ৭৫ নাম্বার হবে mcq। লিখিত এর জন্য মোট সময় থাকবে ৪০ মিনিট এবং পাস নাম্বার ১২।mcq এর জন্য সময় থাকবে ৫০ মিনিট এবং পাস নাম্বার ৩০।মোট ৬০ টি mcq থাকবে প্রতিটি প্রশ্নের মান ১.২৫ ।

চ ইউনিটঃ

এই ইউনিটে মোট ১২০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এখানে ssc ও hsc পরীক্ষার উপর কোনো নাম্বার নেই।পরীক্ষাটি মোট দুইটি অংশে বিভক্ত।প্রথম অংশে ৫০টি mcq থাকবে এবং মোট সময় ১ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান ১।এই পরীক্ষার মেধাতালিকার প্রথম ১৫০০ জন দ্বিতীয় পরিক্ষা অর্থাৎ অংকন পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে।অংকন পরীক্ষায় মোট ৭০ নাম্বারের পরীক্ষা হবে এবং সময় ১ঘন্টা ৩০মিনিট।দুই পরীক্ষায় মোট ৪৮ পেলেই পাস।

মেধা তালিকা তৈরী এবং প্রার্থী নির্বাচনঃ

ক,খ,গ,ঘ,চ ইউনিটঃ

সকল ইউনিটে একই পদ্ধতিতে মেধা তালিকা করা হয়।মোট ২০০ নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করা হবে।প্রতি ইউনিটে যতগুলো আসন আছে মেধা তালিকার প্রথম ততজন বিবেচিত হবে।এর মধ্যে ৮০ নাম্বার থাকবে ssc ও hsc থেকে ,৭৫ নাম্বার থাকবে mcq ও ৪৫ নাম্বার থাকবে লিখিত থেকে।এখন যদি কারো নাম্বার সমান হয় তাহলে নিম্নলিখিত উপায়ে মেধাক্রম তৈরী করা হবে।

  1. ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর
  2. hsc পরীক্ষায় প্রাপ্ত gpa without 4th subject
  3. hsc পরীক্ষায় প্রাপ্ত gpa with 4th subject
  4. ssc পরীক্ষায় প্রাপ্ত gpa with 4th subject
  5. hsc পরীক্ষায় চারটি বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত gpa এর যোগফল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য কত পেলে পাস এবং কোন বিষয়ে কত প্রয়োজনঃ

ক,খ,গ,ঘ ও চ ইউনিটঃ

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নাম্বারের পরীক্ষা হবে।তার মধ্যে ৮০ নাম্বার থাকবে ssc ও hsc এর gpa থেকে।বাকী ১২০ নাম্বারের মধ্যে ৭৫ নাম্বার থাকবে mcq এর উপর এবং ৪৫ নাম্বার থাকবে লিখিত এর উপর।mcq ৭৫ এর মধ্যে ৩০ পেলে পাস এবং লিখিত ৪৫ নাম্বারের মধ্যে ১২ পেলে পাস।তবে mcq ও লিখিত উভয় মিলে যদি ৪৮ নাম্বার না হয় তাহলে ফেল।অর্থাৎ mcq এ ৩০ নাম্বার ও লিখিত ১২ নাম্বার পাওয়ার পরও দুইটা মিলে ৪৮ নাম্বার না পেলে সে পাস বলে বিবেচিত হবে না।

সতর্কতাঃ

পরীক্ষার হলে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ইত্যাদি। শুধুমাত্র রেজিষ্ট্রেশন কার্ড ও ভার্সিটির প্রবেশপত্র নিতে হবে।

তথ্যসূত্রঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েভসাইট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।