বিদ্যাঘর / বিদ্যাদ্বার / বিদ্যাগুচ্ছ
বাংলাদেশ তথ্য পুঞ্জি
বিদ্যাঘর তথ্য ভান্ডারের প্রথম স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যাদ্বার। এই বিদ্যাদ্বারটিতে, বিদ্যাঘর তথ্য ভান্ডারে আলোচিত বিষয়গুলোর প্রাথমিক অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে, বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
মাধ্যমিক গন্ডি পেরিয়ে যারা উচ্চ শিক্ষা প্রত্যাশী তাদের প্রথম যে ধাপটি সামনে আসে তা হল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। উচ্চ শিক্ষার নির্দেশিকা এই বিদ্যাগুচ্ছটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের নাম, অবস্থান, অনুষদ, আসন সংখ্যা, যোগ্যতা ও অন্যান্য আরও তথ্য বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদাভাবে বর্ণনা করা হয়েছে।
বাংলাদেশে তিন শ্রেনীর বিশ্ববিদ্যালয় রয়েছে যথাঃ ১. পাবলিক ২. বেসরকারি ৩. আন্তর্জাতিক।
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
.