বিদ্যাঘর / বিদ্যাদ্বার
মাধ্যমিক বিদ্যাদ্বার
মাধ্যমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য প্রাথমিক স্তরে প্রাপ্ত মৌলিক জ্ঞানকে আরও সম্প্রসারিত ও সুসংহত করা। এই স্তরের শিক্ষাশেষে শিক্ষার্থীরা সামর্থ্য অনুযায়ী উচ্চ শিক্ষার বিভিন্ন ধারায় অথবা কর্মজীবনে সম্পৃক্ত হয়। তাই শিক্ষার্থীদের মধ্যে মানসম্পন্ন উচ্চশিক্ষার ভিত শক্ত করতে এবং কর্মজগতে অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তোলার প্রয়াসে প্রয়োজনীয় সকল সাধারণ তথ্য নিয়ে সাজানো হয়েছে মাধ্যমিক বিদ্যাদ্বার।
- এই বিদ্যাদ্বারটিকে ২টি প্রয়োজনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে যথাঃ ১. সাধারণ প্রয়োজন। ২. আত্মিক প্রয়োজন।
- এই বিদ্যাদ্বারটিতে ৪টি বিষয় যথাঃ ১. বাংলা, ২. ইংরেজি, ৩. গণিত, ও ৪. বিজ্ঞান সহ আরও অন্যান্য অনেক প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- উপরে উল্ল্যেখিত সকল দিক বিবেচনায় বিদ্যাঘর তথ্য ভান্ডারের ভার্সন ১.০ এ মাধ্যমিক বিদ্যাদ্বারটিতে ৬টি বিদ্যাগুচ্ছ প্রস্তুত করা হয়েছে। নিচে বিদ্যাগুচ্ছ সংক্রান্ত সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করা হলোঃ -
ভাষা গতিশীল। প্রতিনিয়ত বদলে যাচ্ছে ভাষা প্রায়োগের রীতিনীতি। তাই ভাষার প্রয়োজনেই ব্যাকরণের জ্ঞান থাকা আবশ্যক। বাংলা ভাষার ব্যাকরণের আধুনিক সব তথ্য এবং ভাষা শিক্ষায় প্রয়োজনীয় সকল টিকস/টেকনিক সংযুক্ত করে তৈরি করা হয়েছে এই বিদ্যাগুচ্ছটি।
আমাদের জিবনে মাতৃভাষার পরেই ইংরেজি ভাষার স্থান। তাই ইংরেজিকে ২য় ভাষা বলা হয়। ইংরেজি ভাষাকে সঠিকভাবে শিখতে গেলে ইংরেজি ভাষার ব্যাকরণ শিক্ষার কোন বিকল্প নেই। অভিজ্ঞদের মতামতের ভিত্তিতে, ইংরেজি ভাষাকে মাতৃভাষার সাথে মিল রেখে শিখতে পারলে সবচেয়ে ফলপ্রসূ হয়। তাই এই বিদ্যাগুচ্ছে, বাংলা ভাষার ব্যাকরণের সাথে ইংরেজি ভাষার ব্যাকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যসহ আলোচনা করা হয়েছে। একই সাথে বাস্তবিক উদাহরণ ও সহজ ব্যাখ্যার মাধ্যমে ইংরেজি ব্যাকরণের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
আজকের এই আধুনিক বিজ্ঞানের মূলে সবচেয়ে বেশি অবদান রয়েছে গণিতের। তাছাড়া প্রতিনিয়তই আমরা আমাদের প্রয়োজনে গণিতের ব্যাপক ব্যবহার করছি। তাই গণিত শিখার প্রয়োজনীয়তা অনেক। প্রাথমিক বিদ্যাদ্বারে গণিতের সাথে পরিচয় ঘটানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এই বিদ্যাদ্বারটিতে সাধারণ গণিতের প্রয়োজনীয় সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
ব্যক্তিজীবনে সচেতন থাকলে যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আত্মসচেতন মানুষ নিজের ভালো-মন্দ নিজে অনুধাবন করতে পারে। তাই ক্যারিয়ারের কোন সময়ে কোন সিদ্ধান্ত নিলে সেটি ভালো হবে, তা বুঝতে পারে। তাই শিক্ষার্থীর ব্যক্তিজীবনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নানাদিক নিয়ে সাঝানো হয়েছে এই বিদ্যাদ্বারটি।
জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নেতৃত্বদানের উপযোগী, বিজ্ঞানমনষ্ক, অসাম্প্রদায়িক, উদারনৈতিক, মানবমুখী, প্রগতিশীল ও দূরদর্শী নাগরিক সৃষ্টি করাই উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য। তাই আধুনিক ও দ্রুত অগ্রসরমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অবাধ বুদ্ধিচর্চা, মননশীলতা ও স্বাধীন চিন্তার বিকাশে সহায়তায় উচ্চশিক্ষার সকল দিকনির্দেশনা নিয়ে সাজানো হয়েছে এই বিদ্যাগুচ্ছটি।
মাধ্যমিক বিদ্যাদ্বারের নিউজ সেকশান হিসেবে কাজ করে মাধ্যমিক শিক্ষা বাতায়ন। এই বিদ্যাগুচ্ছটিতে, মাধ্যমিক স্তরের সাথে সম্পর্কিত নানা ধরনের প্রয়োজনীয় তথ্যাদি, সাম্প্রতিক সময়ের নানা ঘটনা ও প্রয়োজনীয় সকল তথ্যাদি ইত্যাদি নিয়মিত হালনাগাত করা হয়।
.