বিদ্যাঘর / বিদ্যাদ্বার
সর্বজনীন বিদ্যাদ্বার
জ্ঞান সঞ্চারণ ও নতুন জ্ঞানের উদ্ভাবন এবং একই সাথে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নেতৃত্বদানের উপযোগী, বিজ্ঞানমনষ্ক, অসাম্প্রদায়িক, উদারনৈতিক, মানবমুখী, প্রগতিশীল ও দূরদর্শী নাগরিক সৃষ্টি করাই উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য। তাই আধুনিক ও দ্রুত অগ্রসরমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অবাধ বুদ্ধিচর্চা, মননশীলতা ও স্বাধীন চিন্তার বিকাশে সহায়তায় উচ্চশিক্ষার সকল দিকনির্দেশনা নিয়ে সাজানো হয়েছে উচ্চতর বিদ্যাদ্বার।
- এই বিদ্যাদ্বারটিকে ৩টি প্রয়োজনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে যথাঃ ১. সাধারণ প্রয়োজন। ২. ব্যবহারিক প্রয়োজন। ৩. বৈশ্বিক প্রয়োজন।
- এই বিদ্যাদ্বারটিতে ৬টি বিষয় যথাঃ ১. বাংলা, ২. ইংরেজি, ৩. গণিত, ৪. বিজ্ঞান, ৫. বাংলাদেশ, ও ৬. আন্তর্জাতিক সহ ব্যবহারিক অনেক প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
- উপরে উল্ল্যেখিত সকল দিক বিবেচনায় বিদ্যাঘর তথ্য ভান্ডারের ভার্সন ১.০ এ সর্বজনীন বিদ্যাদ্বারটিতে ৭টি বিদ্যাগুচ্ছ প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ব্যবহারিক প্রয়োজনের ৩টি বিদ্যাগুচ্ছকে সকলের উপযোগী করে অনন্যভাবে সাজানো হয়েছে। নিচে বিদ্যাগুচ্ছ সংক্রান্ত সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন করা হলোঃ -
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এই দেশে রয়েছে অনেক দর্শনীয় ও আকর্ষনীয় স্থান, রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিয্য। এসকল বিষয়সহ বাংলাদেশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে প্রয়োজনিয় সকল তথ্য নিয়ে সাঝানো হয়েছে এই বিদ্যাগুচ্ছটি।
বিশ্বকে জানার কোন শেষ নেই। বিশ্ব সম্পর্কে খুব সামান্য জ্ঞানই মানুষ উন্মুক্ত করতে পেরেছে। তবুও এই জ্ঞানটুকুই একটি মানুষের পক্ষে সম্পূর্ণ অর্জন করা সম্ভব নয়। তবে মানুষ খুব কৌতুহলী প্রাণী, তাই মানুষ এই অসম্ভব কাজকেও সম্ভব করতে চায়। তাই বিশ্বকে জানার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর এই চেষ্টায় নতুন নতুন জ্ঞানের দ্বার উন্মুচিত হচ্ছে। এই বিদ্যাগুচ্ছটিতে, একজন সাধারণ মানুষের বিশ্ব সম্পর্কে যে তথ্যটুকু প্রয়োজন তা পরিপূর্ণভাবে সংযুক্ত করে সাঝানো হয়েছে।
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
পৃথিবীর নানা ঘটণ, অঘটণ বা দূর্ঘটণার কারণে বিভিন্ন তারিখ বিভিন্ন জাতীগুষ্ঠির কাছে স্মরণীয় হয়ে রয়েছে। আবার কিছু তারিখ পৃথিবীর সকল জাতীর কাছেই সমান গুরুত্বপূর্ণ। মানুষ এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে নানাভাবে স্মরণ করে থাকে। বাঙ্গালী জাতী, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিয্যের সাথে সম্পৃক্ত এরকম গুরুত্বপূর্ণ দিবসসহ আন্তর্জাতিক দিবসসমূহের সাথে একজন শিক্ষার্থীর পরিচয় ঘটানোর জন্যে এই বিদ্যাগুচ্ছটি তৈরী করা হয়েছে।
যুগে যুগে বিভিন্ন জ্ঞানী ও গুনী ব্যাক্তিবর্গ বিভিন্নভাবে আমাদের জ্ঞান ও সত্যের পথ দেখিয়েছেন। কেউ কেউ মানব জাতীর স্বার্থে নিজের জীবন বিলিয়ে দিয়ে অমর হয়ে আছেন মানুষের মনে। এই সকল স্মরণীয় বরণীয় ব্যাক্তিবর্গের জীবনী ও তাদের রেখে যাওয়া জ্ঞান সম্পর্কে জানতে এই বিদ্যাগুচ্ছটি তৈরি করা হয়েছে। যা একজন শিক্ষার্থীর মনের ভিতর আলো জ্বেলে সত্যের পথ দেখাবে অনন্তকাল।
সর্বজনীন বিদ্যাদ্বারের নিউজ সেকশান হিসেবে কাজ করে বিদ্যা বাতায়ন। এই বিদ্যাগুচ্ছটিতে, সাম্প্রতিক বিশ্ব ও তার সাথে সম্পর্কিত নানা ধরনের প্রয়োজনীয় তথ্যাদি, সাম্প্রতিক সময়ের নানা ঘটনা ও প্রেক্ষাপট সংক্রান্ত সকল তথ্যাদি ইত্যাদি নিয়মিত হালনাগাত করা হয়।
.