গণিতের জন্ম ইতিহাস

গণিতকে বলা হয় মহাজগতের ভাষা। কারণ বিজ্ঞান, গণিতের মাধ্যমেই মহাজগতের নানা রহস্যকে আজও ব্যাখ্যা করে চলছে। গণিতের মাধ্যমে সব কিছুকে নিখুতভাবে ব্যাখ্যা করা সম্ভব। গণিতের জন্ম ইতিহাস সুদীর্ঘ তবে ধারণা করা হয় প্রায় ৫৫০০ খ্রীষ্টপূর্বাব্দে মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম গণনার প্রচলন শুরু হয়। মেসোপটেমিয়া, এই সভ্যতার মানুষেরাই হচ্ছে পৃথিবীর প্রথম সুসংগঠিত ও শহুরে জীবন যাপনকারী মানবসম্প্রদায়। এটি বর্তমান ইরাকের দক্ষিণ অংশে অবস্থিত ছিল। এর বাসিন্দাদের বলা হত সুমেরীয়। এই সুমেরীয়রাই পরবর্তী হাজার বছর ধরে গণিত চর্চার মাধ্যমে বর্তমান সময়ের এই আধুনিক গণিতের ভিত্তি স্থাপন করে যায়। পরবর্তীতে মেসোপটেমিয়া সভ্যতার বিনাশ ঘটলে উত্থান ঘটে নতুন এক সভ্যতার ,যার নাম মিশরীয় সভ্যতা। এই সভ্যতার মানুষেরা সুমেরীয়দের পালিত গণিতকে আপন করে নেয় নিজের মত। তারাও ভালবাসতে শুরু করে গণিতকে।

One thought on “গণিতের জন্ম ইতিহাস”

  1. খুবই গুরুত্বপূর্ণ জরুরী কিছু তথ্য, এই তথ্যগুলি আমাদের সবারই কিছুটা হলেও জানা প্রয়োজন মনে করি আমি, এবং আপনি আমাদেরকে জানিয়ে আমাদের জন্য অনেক ভালো একটা কাজ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।