পদার্থ বিজ্ঞানের মৌলিক বিষয়াবলি – নবম দশম শ্রেনী

পদার্থ বিজ্ঞানের মৌলিক বিষয়াবলি যা নবম-দশম শ্রেনীর একজন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো ভালভাবে জানতে পারলে নবম-দশম শ্রেনীর একজন শিক্ষার্থীর পদার্থ বিজ্ঞানের সম্পূর্ণ পড়াশোনার ১০% সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হবে। একই সাথে এই ১০% সম্পন্ন করতে পারলে পরবর্তী ২০% পড়াশোনা সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এগুলো জানা ছাড়া পরবর্তী ২০% সম্পূর্ণভাবে সম্পন্ন করা কােনভাবেই সম্ভব হবে না। মনে রাখতে হবে পদার্থ, রসায়ন, জীব ও গণিত পরস্পরের সাথে সম্পর্কিত একটি জ্ঞান। শুধু আলোচনার সুবিধার জন্য পৃথক করা হয়েছে মাত্র। তাই এগুলোকে সুষমভাবে প্রয়োজন অনুযায়ী শিখে নিতে হবে। এছাড়াও আরো একটি বিষয় মনে রাখতে হবে, নবম-দশম শ্রেনীর পড়াশোনা পববর্তী উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার ভিত রচনা করে তাই এই লেভেলের কোন মৌলিক বিষয়কে বাদ দিলে এর সাথে সম্পর্কিত উচ্চতর ধারণাগুলো অটোমেটিক বাদ হয়ে যায়। যা একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর সফলতাকে নষ্ট করে দিতে পারে। মনে হতে পারে পরবর্তীতে কাভার করে নিব!! অভিজ্ঞতা থেকে বলছি তা আর সময়মত কাভার করা হয় না। যখন ঠেকে যায় তখন ঠিকই শিখে কিন্তু সে শিখায় আর লাভ হয় না কারণ এর আগেই রেজাল্টগুলো খারাপ হয়ে যায়। আশা করি সবাই এ বিষয়ে একমত পোষন করবে তাই পরামর্শ হচ্ছে – সময়ের কাজ সময়েই করে ফেলা উচিৎ। ‍

এই বিদ্যাগুচ্ছের মাধ্যমে উপকৃত হতে চাইলে অধ্যায়ভিত্তিক পড়াশোনা না করে, এখানে প্রদত্ত বিদ্যাপাতাগুলো ধারাবাহিকভাবে পড়তে হবে। একই সাথে দায়িত্বের সাথে শিখে নিতে হবে। কারণ এখানে সামগ্রিক তথ্যকে এমনভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে যার একটি ধাপ ক্রমান্বয়ে পরবর্তী ধাপের ভিত্তি হিসেবে কাজ করবে।

রাশি, একক, মাত্রা

উপসর্গ বা গুণিতক, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত

স্কেলার ও ভেক্টর রাশি,

দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন

গতির ৪ টি সমীকরণ

পড়ন্ত বস্তুর জন্য গ্যালিলিও এর ৩টি সূত্র

নিউটনের ৩টি সূত্র

বল ও জড়তা

মহাকর্ষ বল

ঘর্ষণ বল

কাজ ও শক্তি

যান্ত্রিক শক্তি

ভর ও শক্তির সম্পর্ক

ক্ষমতা ও কর্মদক্ষতা

ঘনত্ব ও ঘনমাত্রা

ক্ষেত্রফল ও আয়তন

বৃত্তের ক্ষেত্রফল

তারের আয়তন

চাপ

তরলের ভিতরের চাপের সমীকরণ

আর্কিমিডিসের সূত্র

প্লবতা

বস্তুর ভেসে থাকা ও ডুবে যাওয়ার কারণ

প্যাসকেলের সূত্র

বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম

স্থিতিস্থাপকতা

হুকের সূত্র

পদার্থের আনবিক গতিতত্ব

তাপ ও তাপমাত্রা

তাপ পরিবহনের উপায়

বস্তুর তাপমাত্রিক ধর্ম

তাপমাত্রা মাপার ৩টি স্কেলের নাম ও এদের মাঝে সম্পর্ক

দৈর্ঘ্য প্রসারণ সহগ

ক্ষেত্রফল প্রসারণ সহগ

আয়তন প্রসারণ সহগ

তরল পদার্থের প্রসারণ

গ্যাসের প্রসারণ

তাপ ধারণক্ষমতা

আপেক্ষিক তাপ

ক্যালোরিমিতির মূলনীতি

পর্যায়বৃত্ত গতি

সরল ছন্দিত স্পন্দন গতি

তরঙ্গ

কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ

শব্দ

শব্দের তীব্রতা, তীক্ষতা ও টিম্বার

প্রতিধ্বনি

শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক

শব্দানুবতি বা দর্শনাভুতির স্থায়িত্বকাল

শ্রাব্যতার সীমা

আলো

দৃশ্যমান আলোর সীমা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।