বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

ব্যাকরণ শব্দের বিশ্লেষণ করলে পাওয়া যায় (বি + আ + √কৃ + অন) এবং এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে (বি + আকরণ)।

ব্যাকরণের প্রধান আলােচ্য বিষয় ৪টি –

ক) ধ্বনিতত্ত্ব। খ) শব্দতত্ত্ব। গ) বাক্যতত্ত্ব। ঘ) অর্থতত্ত্ব।

ধ্বনিতত্ত্ব ও এর আলোচ্য বিষয়

ধ্বনির সাথে সম্পর্কিত সকল বিষয় ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। যেমনঃ ধ্বনি, ধ্বনির পরিবর্তন, বর্ণ, ণত্ব-বিধান, ষত্ব-বিধান ইত্যাদি

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ও এর আলোচ্য বিষয়

শব্দের সাথে সম্পর্কিত সকল বিষয় শব্দতত্ত্বে আলোচিত হয়। যেমনঃ শব্দ গঠনের উপায় (সন্ধি, প্রত্যয়, সমাস, উপসর্গ, দ্বিরূক্ত শব্দ),

বাক্যতত্ত্ব বা পদক্রম ও এর আলোচ্য বিষয়

বাক্যের সাথে সম্পর্কিত সকল বিষয় বাক্যতত্ত্বে আলোচিত হয়। যেমনঃ বাক্য, বাক্য গঠন, বাক্য রূপান্তর, বিরামচিহ্ন, পদক্রম, পদ পরিবর্তন, উক্তি, বাচ্য, কারক ইত্যাদি।

অর্থতত্ত্ব ও এর আলোচ্য বিষয়

অর্থ সম্পর্কিত সকল বিষয় অর্থতত্ত্বে আলোচিত হয়। যেমনঃ মুখার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, সমার্থক শব্দ, বাগধারা ইত্যাদি।

নোট: ছন্দ, অলংকার ও অভিধানতত্ত্ব ইত্যাদি ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।