বাংলা ভাষার সূচনাকালে সল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষার সংস্পর্সে বাংলা ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়ছে বহুগুণে। বাংলা ভাষার শব্দ ভান্ডারকে ৫টি ভাগে ভাগ করা যায় যথা – ১. তৎসম শব্দ ২. অর্ধ-তৎসম শব্দ ৩. তদ্ভব শব্দ ৪. দেশি শব্দ ও ৫. বিদেশি শব্দ।