বিদ্যাঘর / বিদ্যাদ্বার / বিদ্যাগুচ্ছ
সরকারি চাকরির প্রস্তুতি
বিদ্যাঘর তথ্য ভান্ডারের প্রথম স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যাদ্বার। এই বিদ্যাদ্বারটিতে, বিদ্যাঘর তথ্য ভান্ডারে আলোচিত বিষয়গুলোর প্রাথমিক অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বুঝার সুবিধার্থে, বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে।
মাধ্যমিক গন্ডি পেরিয়ে যারা উচ্চ শিক্ষা প্রত্যাশী তাদের প্রথম যে ধাপটি সামনে আসে তা হল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। উচ্চ শিক্ষার নির্দেশিকা এই বিদ্যাগুচ্ছটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে সাঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের নাম, অবস্থান, অনুষদ, আসন সংখ্যা, যোগ্যতা ও অন্যান্য আরও তথ্য বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদাভাবে বর্ণনা করা হয়েছে।
বাংলাদেশে তিন শ্রেনীর বিশ্ববিদ্যালয় রয়েছে যথাঃ ১. পাবলিক ২. বেসরকারি ৩. আন্তর্জাতিক।
এই বিদ্যাগুচ্ছটিতে বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অংশকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিদ্যাগুচ্ছটির মাধ্যমে একজন শিক্ষার্থী বাংলা ভাষার ধ্বনি, বর্ণমালা, শব্দ, বাক্য ও প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। একই সাথে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কেও প্রাথমিক ধারণা অর্জন করতে পারবে। এই বিদ্যাগুচ্ছটি একজন শিক্ষার্থীর সাধারণ প্রয়োজনকে উপলব্ধি করে তৈরি করা হয়েছে।
একটি গণতান্ত্রিক জনগুষ্ঠীর মূল শক্তি হচ্ছে এর শাসনতন্ত্র আর শাসনতন্ত্র বলতে ঐ জনগোষ্ঠী দ্বারা পরিচালিত এমন একটি সিস্টেমকে বুঝায় যার দ্বারা আবার ঐ জনগোষ্ঠীই পরিচালিত হয়। এই সিস্টেমই হচ্ছে সরকার। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এর সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ সরকার বা এর গণতান্ত্রিক সিস্টেমকে পরিচালনার জন্য যে সকল লোকবলের প্রয়োজন হয়, খুব সহজভাবে ব্যাখ্যা করলে তা দুই ভাগে ভাগ করা যায়।
একটি ভাগ হচ্ছে জনপ্রতিনিধি যারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য জনগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন। জনপ্রতিনিধিদের প্রধান কাজ হচ্ছে জনগনের সাথে সম্পৃক্ত থেকে জনগনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা।
অপরদিকে অন্যভাগটি হচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারিগণ যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারের নীতি অনুযায়ী প্রয়োজনীয় যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে দীর্ঘ সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হোন। সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সম্মিলিত কাজ হচ্ছে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের নেওয়া সিদ্ধান্তকে সঠিকভাবে বাস্তবায়ন করা। যদিও উভয় শ্রেনির লোকবলই সরকারের চাকর তবুও সরকারি কর্মকর্তা ও কর্মচারিদেরকেই সরকারি চাকরিজীবী হিসেবে গণ্য করা হয়। এর অন্যতম কারণ এই শ্রেনীর লোকবল তাদের পেশাগত দক্ষতাকে আজীবন সরকারের প্রয়োজনে বাধ্যগতভাবে ব্যায় করার প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। এর বিনিময়ে সরকার আর্থিক ও অন্যান্য অনেক নিরাপত্তা প্রদান করে। আর এজন্যেই মেধা ও যোগ্যতা সম্পন্ন জনগণের সর্বোচ্চ চাহিদায় থাকে সরকারি একটি চাকরি।
বাংলাদেশ সরকার সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগের লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষার আয়োজন করে। এসব পরীক্ষায় অংশগ্রহনের জন্য শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। বিদ্যাঘর কন্ট্রিভিউটর টিম এ লক্ষ্যে শিক্ষার্থীদের সহযোগীতায় পূর্ণাঙ্গ তথ্য সংযোক্ত করে এই বিদ্যাগুচ্ছটি প্রস্তুত করেছে। এখানে তথ্যকে এমনভাবে সাজানো হয়েছে যেন প্রয়োজনীয় সকল স্তরের জ্ঞান সুষমভাবে ক্রমান্বয়ে প্রাথমিক থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত অর্জন করা যায়।
.