সরকারি চাকরি (Gov’t Job)

সরকারি চাকরির প্রস্তুতির জন্য প্রথমেই সিলেবাস সম্পর্কে অবগত হওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারি চাকরির বিভিন্ন পদের জন্য সিলেবাসে সামান্য পার্থক্য থাকলেও কমন কিছু বিষয় রয়েছে যা সকল ক্ষেত্রেই সমানভাবে কাজে লাগবে (বিভিন্ন ধরনের চাকরি, সিলেবাস, সার্কুলার ও তার প্রস্তুতির জন্য করণীয় ইত্যাদি বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আপডেট থাকতে ‘বিভিন্ন পেশা ও আমার লক্ষ্য’ এই বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন)।

বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম এই প্রস্তুতি প্রোগ্রামটি এমনভাবে সাজানোর চেষ্টা করেছে যেন সকল ক্ষেত্রেই কাজে লাগে। তাই এখানে এমন একটি কমন সিলেবাস প্রদান করা হয়েছে যা সকল চাকরির জন্য এমনকি বিসিএস প্রস্তুতির জন্যও একটি প্রাথমিক ভিত রচিত করবে। এবং সমস্ত প্রোগ্রামটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর এই ৩টি ধাপে বিভক্ত করা হয়েছে যা পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন করলে একজন শিক্ষার্থীর ৯৯% প্রস্তুতি সম্পন্ন হবে বলে বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম বিশ্বাস করে।

এই প্রস্তুতি প্রোগ্রামের সিলেবাস যেভাবে সাজানো হয়েছে –

সরকারি চাকরির প্রস্তুতি প্রোগ্রামটিকে ৪টি মৌলিক অংশে বিভক্ত করা হয়েছে। যথাঃ ভাষা, গণিত, বিজ্ঞান ও বিশ্ব। ভাষা অংশে বাংলা ও ইংরেজি দুটি ভাষা সংযুক্ত করা হয়েছে। গণিত অংশে পাটিগণিত থেকে শুরু করে সাধারণ গণিতের সমস্ত বিষয়কে সংযুক্ত করা হয়েছে। বিজ্ঞান অংশে পদার্থ, রসায়ন, জীব, আইসিটি, সামাজিক, ভূগোল ইত্যাদি সহ বিজ্ঞান সংক্রান্ত প্রয়োজনীয় সকল সেক্টরকে সংযুক্ত করা হয়েছে। বিশ্ব, এ অংশে মহাবিশ্ব, পৃথিবী, বাংলাদেশ ও বাংলাদেশের প্রতিবেশী সহ বিশ্বের প্রায় সকল দেশ সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত করা হয়েছে।

যেভাবে এই কোর্সটি সম্পন্ন করলে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে –

প্রথমেই এই কোর্সটির প্রাথমিক অংশটি ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হবে যার মাধ্যমে একজন শিক্ষার্থীর জ্ঞানের সর্বস্তরে পদচারণ ঘটবে। এর মাধ্যমে ২০ থেকে ১৪ তম গ্রেডের চাকরির জন্য ৬০%, ১৩ থেকে ১০ তম গ্রেডের চাকরির জন্য ৫০% এবং বিসিএস পরীক্ষার জন্য ৪০% প্রস্তুতি সম্পন্ন হবে। এবং সাথে সাথে মাধ্যমিক স্তরের জ্ঞান অর্জনের জন্য ভিত্তি রচিত হবে। প্রাথমিক স্তরের জ্ঞান অর্জন শুরু করতে এখানে ভ্রমন করুন।

প্রাথমিক স্তরের জ্ঞান অর্জন সম্পন্ন হলেই মাধ্যমিক স্তরের জ্ঞান অর্জন শুরু করতে হবে। কেননা এই অংশটি এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রাথমিক স্তরে অর্জিত জ্ঞানের দক্ষতাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া যায়। মাধ্যমিক স্তরের সিলেবাস, প্রাথমিক স্তরের সিলেবাসের মতো একই রাখা হয়েছে। তবে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকতায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ অংশ সম্পন্ন করলে ২০ থেকে ১৪ তম গ্রেডের জন্য ৯৯%, ১৩ থেকে ১০ তম গ্রেডের জন্য ৯০% এবং বিসিএস এর জন্য ৭৫% সম্পন্ন হবে বলে বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম বিশ্বাস করে। মাধ্যমিক স্তরের জ্ঞান অর্জন শুরু করতে এখানে ভ্রমণ করুন।

সর্বশেষ, উচ্চতর ধাপের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সরকারি চাকরি প্রস্তুতির এ ধাপটি বিভিন্ন পদ ও ক্ষেত্রের ভিন্ন ভিন্ন প্রয়োজনের দিক বিবেচনায় রেখে সাজানো হয়েছে। এ কারণে এ ধাপের সিলেবাসকে কিছুটা বর্ধিত করা হয়েছে। এ ধাপটি সম্পন্ন করলে একজন শিক্ষার্থীর সকল ক্ষেত্রে 99% প্রস্তুতি সম্পন্ন হবে বলে বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম বিশ্বাস করে। তৃতীয় অর্থাৎ উচ্চতর ধাপের প্রস্তুতি শুরু করতে এখানে ভ্রমণ করুন।

বিঃ দ্রঃ – এ প্রস্তুতি প্রোগ্রাম থেকে সাম্প্রতিক তথ্যাবলিকে আলাদা রাখা হয়েছে। সাম্প্রতিক তথ্যের সাথে আপডেট থাকতে বিদ্যাঘর আয়োজিত বিশ্ব বাতায়ন বিদ্যাগুচ্ছটি ভ্রমণ করুন। এই প্রস্তুতি প্রোগ্রামটিতে ‘নিজে পড়ো’ পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং এই প্রোগ্রামটি শেষ করার জন্য কোন সময়সীমা নির্ধারণ করা নেই। এটি শিক্ষার্থীর গতির উপর নির্ভর করবে। তবে বিদ্যাঘর কন্ট্রিবিউটর টিম দ্বারা পরিচালিত আরো একটি স্টাডি প্রোগ্রাম রয়েছে যা শিক্ষার্থীর সরকারি চাকরি প্রস্তুতি গ্রহণে সহায়ক হতে পারে। এই প্রোগ্রামটির নাম “বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং” এখানে শিক্ষার্থীকে একটি সাপ্তাহিক স্টাডি টার্গেট দেওয়া হয় এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করা হয়। এবং সপ্তাহ শেষে একটি কোশ্চেন চ্যালেঞ্জ এর মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হয়।

One thought on “সরকারি চাকরি (Gov’t Job)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।