রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য এক সাথে পেতে এই পোস্টটি সহায়ক হবে। প্রতি বছর এই পোস্টটিকে তথ্য দিয়ে আপডেট করা হয়।

মোট ইউনিট সংখ্যাঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ৩ টি ইউনিট রয়েছে।

  • A ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
  • B ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট)
  • C ইউনিট (বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ- বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদ)

বিভিন্ন (ইউনিট/অনুষদের ) বিষয় সমূহ ও আসন সংখ্যাঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য A ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

কলা অনুষদ:

  • দর্শন বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইংরেজী বিভাগ
  • বাংলা বিভাগ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
  • আরবী বিভাগ
  • ইসলামিক স্টাডিজ
  • সঙ্গীত বিভাগ
  • নাট্যকলা বিভাগ
  • ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
  • উর্দু বিভাগ
  • সংস্কৃত বিভাগ

চারুকলা অনুষদ:

  • চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ
  • মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ
  • গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ

আইন অনুষদ:

  • আইন বিভাগ
  • আইন ও ভূমি প্রশাসন

সামাজিক বিজ্ঞান অনুষদ:

  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজকর্ম
  • সমাজবিজ্ঞান
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা
  • ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট
  • লোক প্রশাসন
  • নৃবিজ্ঞান
  • ফোকলোর
  • আন্তর্জাতিক সম্পর্ক

ইনস্টিটিউট:

  • শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য B ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

বিজনেস স্টাডিজ অনুষদ:

  • হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ
  • ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ফাইন্যান্স বিভাগ
  • ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ
  • ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ

ইনস্টিটিউট:

  • ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য C ইউনিটের বিষয়সমূহ ও আসন সংখ্যা।

বিজ্ঞান অনুষদ:

  • গণিত
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • পরিসংখ্যান
  • প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
  • ফার্মেসী
  • পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট
  • ফলিত গণিত
  • শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান

জীব বিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদ:

  • ভুগোল ও পরিবেশ বিদ্যা
  • মনো বিজ্ঞান
  • উদ্ভিদ বিজ্ঞান
  • প্রাণিবিদ্যা
  • ভুতত্ত্ব ও খনিবিদ্যা
  • জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো টেকনোলজি
  • চিকিৎসা মনোবিজ্ঞান

কৃষি অনুষদ:

  • এগ্রোনোমী এন্ড এগ্রি এক্সটেনশন
  • ফিশারীজ
  • ভেটেরিনারী এন্ড এনিমের সায়েন্স
  • ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি

প্রকৌশল অনুষদ:

  • ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল
  • কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য ন্যূনতম যোগ্যতাঃ

২০১৯ সালের এইচএসসি/সমমান, ডিপেস্নামাইন-কমার্স বিএফএ (প্রাক) , বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০১৯ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা A, B, C তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

  • মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচ এসসি/ সমমান উভয় পরিক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
  • বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
  • বিজ্ঞান শাখা থেখে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

পরীক্ষা পদ্ধতিঃ

১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে । MCQ ৬০ নম্বর এবং SAQ ( Short Answer Question) পরীক্ষার নম্বর ৪০। সময় মোট ১ ঘন্টা ৪৫ মিনিট। MCQ পরীক্ষার সময় হবে ৫০ মিনিট, ১৫ মিনিট MCQ উত্তরপত্র গ্রহণ, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর পত্র বিতরণ এবং অবশিষ্ট ৪০ মিনিট লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত। MCQ পরীক্ষার জন্য ৬০ টি প্রশ্ন এবং SAQ পরীক্ষার জন্য ২০ টি প্রশ্ন থাকবে। MCQ ও SAQ পরীক্ষায় সম্মিলিত ভাবে পাশ নম্বর ৪০। তবে A ইউনিটের নাট্যকলা/সঙ্গীত/চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র/মৃৎশিল্প ও ভাস্কর্য / গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ক্ষেত্রে পাশ নম্বর হবে ৩০ এবং C ইউনিটের শুধুমাত্র শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তির ক্ষেত্রে বিকেএসপি থেকে পাশকৃত পরীক্ষার্থীদের পাশ নাম্বার হবে ২৫।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি জন্য পরীক্ষার বিষয় সমূহ ও নির্ধারিত নাম্বারঃ

A ইউনিটঃ

  • ( MCQ) বাংলা- ১৫, ইংরেজী- ১৫ , সাধারণ জ্ঞান- ৩০
  • (SAQ) বাংলা- ২০, ইংরেজী- ২০

B ইউনিটঃ

বানিজ্য গ্রুপ:

  • ( MCQ) ইংরেজী- ১২, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২০, হিসাব বিজ্ঞান- ২০, আইটিসি- ০৮
  • (SAQ ) ইংরেজী- ০৮, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ১৬, হিসাব বিজ্ঞান- ১৬

অ-বাণিজ্য গ্রুপ:

  • ( MCQ) বাংলা- ১৫ , ইংরেজী- ১৫ , সাধারণ জ্ঞান- ২০, আইসিটি- ১০
  • (SAQ) বাংলা- ১০, ইংরেজী- ১৪, সাধারণ গণিত- ১৬

C ইউনিটঃ

বিজ্ঞান স্ট্রিম:

ক শাখা:

  • (MCQ) পদার্থ- ১৬, রসায়ন- ১৬, আইসিটি- ০৬, ইংরেজী- ০৬
  • (SAQ) পদার্থ- ২, রসায়ন- ১২

খ শাখা:

  • ( MCQ) (যেকোন একটি বিষয়) জীববিদ্যা/গণিত/জীববিদ্যা+গণিত= ১৬
  • (SAQ) (যেকোন একটি বিষয়) জীববিদ্যা/গণিত/জীববিদ্যা+গণিত= ১৬

[ বিশেষ দ্রষ্টব্য: MCQ এর খ শাখা থেকে প্রার্থী যে বিষয়ে পরীক্ষা দিবে SAQ এর খ শাখায় সেই বিষয়েই পরীক্ষা দিতে হবে]

মেধা তালিকা তৈরী এবং প্রার্থী নির্বাচনঃ

MCQ পরীক্ষার ফলাফলের মেধাক্রমের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের (আসন সংখ্যার ১০ গুন) MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফলাফলের মেধাক্রম অনুযায়ী পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

সতর্কতাঃ

পরীক্ষা কক্ষে যা নিতে হবেঃ

  • পরীক্ষা হলে এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড
  • বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে এডমিট কার্ডের রঙিন কপি (ডাউনলোড করতে হবে)

পরীক্ষা কক্ষে যা নেয়া যাবে নাঃ

  • মোবাইল ফোন, প্রোগ্রাম্ড ক্যালকুলেটর সহ যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস।
  • ডিজিটাল ডিকশনারি।
  • অতিরিক্ত কোন কাগজ ।

তথ্যসূত্রঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েভসাইট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।