Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য

আমরা মনের জিজ্ঞাসা বা প্রশ্ন করার জন্য Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করে থাকি।

Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্যের সংজ্ঞাঃ যে Sentence দ্বারা কোন কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে।

উদাহরণঃ What is your name? Where are you from? What is your favourite game? etc এগুলো সবই Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য। সকল প্রশ্নবোধক বাক্যের শেষে “?” এই চিহ্নটি থাকে। এই চিহ্নকে বলা হয় Question mark।

এই পাতাটি বর্তমানে নির্মাণাধীন আছে। এটি খুব শিগ্রই পরিপূর্ণ করা হবে।

বিদ্যাঘর তথ্য ভান্ডারে নিচের বিদ্যাগুচ্ছগুলো উন্মুক্ত রয়েছে। ভ্রমণ করতে ক্লিক করুন –

প্রথমিক শিক্ষা বাতায়ন – প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন প্রাথমিক শিক্ষা বাতায়ন।

মাধ্যমিক শিক্ষা বাতায়ন – মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন মাধ্যমিক শিক্ষা বাতায়ন।

উচ্চ শিক্ষা বাতায়ন – বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন উচ্চ শিক্ষা বাতায়ন।

পেশা বাতায়ন – চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন পেশা বাতায়ন।

আপনাকে ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় পাতাটি এই মুহূর্তে পরিপূর্ণ না থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে এই পাতাটিতে অবদান রাখতে পারেন। এ ক্ষেত্রে আপনাকে আমাদের অবদানকারীর তালিকায় নিবন্ধিত হতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের মেইল করতে পারেন bidyaghor@gmail.com এই ঠিকানায়।

One thought on “Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।