প্রাকৃতিক নির্বাচন কাকে বলে?
জীবন-সংগ্রামে সেই সব প্রাণী সাফল্য লাভ করে যাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজনে পরিবর্তিত হয় এবং অভিযোজিত গুণগুলো বংশপরম্পরায় সঞ্চারিত হয়। ফলে, বেঁচে থাকার প্রতিযোগিতায় এসব জীবরো বেশি সুযোগ-সুবিধা লাভ করে, একে প্রাকৃতিক নির্বাচন বলে।
পরিবৃত্তি কাকে বলে?
পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না। যতই কম হোক এদের মধ্যে কিছু পার্থক্য থাকে। জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায়। তাকে প্রকরণ ও পরিবৃত্তি বলে (mutation) বলে।
জিন কী?
জীবের সব অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন।
লোকাস কাকে বলে?
ক্রোমোসোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে।
সেক্স লিংকড ডিসঅর্ডার কী?
কিছু জিনগত অসুখ আছে, যেগুলোতে মিউটেশন হয় সেক্স-ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে। এসব অসুখকে বলে সেক্স-লিংকড অসুখ।
রাসায়নিক বিবর্তন কী?
পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতায় জীবনের উৎপত্তির ঘটনাপ্রবাহকে বলে রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি।
বংশগতি কাকে বলে?
পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তানসন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি।
নিউক্লিওটাইড কী?/ কাকে বলে?
৫ কার্বনবিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট এই তিনটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে।
অটোজোম কী?
কোষের যে ক্রোমোজোমগুলো শারীরবৃত্তীয়, ভ্রূণ ও দেহ গঠনে অংশগ্রহণ করে তাদের অটোজোম বলে। মানুষের দেহে ২২ জোড়া অটোজোম থাকে।
নিউক্লিওসাইড কী?
এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক ও এক অণু পেন্টোজ সগারযুক্ত হয়ে গঠিত গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিওসাইড।
বংশগতিবিদ্যিা কাকে বলে?
জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশ ধারা ও বৈশিষ্ট্যের অর্জন বা সন্তান-সন্ততিতে বৈশিষ্ট্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা বলে।
প্রকরণ কাকে বলে?
পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই ধরনের হয় না। যত কমই হোক এদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে। জীব দুটির মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে।
অভিযোজন কাকে বলে?
যে দৈহিক বা শারীরবৃত্তিক আচরণনত বৈশিষ্ট্যাবলি কোনো জীবের অতিত্ব রক্ষা ও বংশ বিস্তারকে আরও সুরক্ষিত করে তোলে, তাই অভিযোজন।
অ্যালিল কাকে বলে?
সমসংস্থ (homologous) ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন-জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে।
জৈব বিবর্তন কী?
কয়েক হাজার বছরের সময়ের ব্যাপকতার জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে জৈব বিবর্তন বলে।
পিউরিন কী?
এডিনিন ও গুয়ানিন বেস হলো পিউরিন।
পাইরিমিডিন কী?
সাইটোসিন ও থাইমিনকে পাইরিমিডিন বলা হয়।
প্রকট বৈশিষ্ট্য কী?
মাতা-পিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।
প্রচ্ছন্ন জিন কাকে বলে?
যে জিনের বৈশিষ্ট প্রথম বংশধরে প্রকাশ্য পায় না তবে দ্বিতীয় বংশধরে এক চতুর্থাংশ জীবে প্রকাশ পায় তাকে প্রচ্ছেন্ন জিন বলে।
জিন কাকে বলে?
জীবের সব অদৃশ্য ও দৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জীন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে।
কালার ব্লাইন্ড কী?
কালার ব্লাইন্ড বা বর্ণান্ধতা হলো এমন এক অবস্থা যখন কেউ কোন রঙ সঠিকভাবে চিনতে পারে না।
DNA এর পূর্ণরূপ কী?
DNA হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (Deoxyribo Nucleic Acid)
RNA এর পূর্ণরূপ কী?
RNA-এর পূর্ণরূপ- Ribonucleic Acid.
বংশগতি বস্তু কী?
মাতাপিতার বৈশিষ্ট্যাবলী তাদের সন্তানসন্ততিতে সঞ্চারিত হয় বংশগতিবস্তুর মাধ্যমে। এগুলো হলো ক্রোমোজোম, জিন, ডিএনএ (DNA) ও আরএনএ (RNA)। এগুলোই বংশগতি বস্তু।
DNA কী?
DNA হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (Deoxyribo Nucleic Acid)। এটি দ্বিসূত্রবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন।
DNA অণুর নাইট্রোজেন বেস কি কি?
DNA অণুর নাইট্রোজেন বেস হলো:এডিনিন,গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন।