Post-Test Revision Program for SSC 2023 Batch

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার পরবর্তী প্রস্তুতির জন্য এই প্রোগ্রামটি শুরু করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায় গণিত, পদার্থ ও রসায়ন এই ৩টি বিষয়ের জন্য মোট ১৫টি ক্লাশ নেওয়া হবে। লাইভ ক্লাশগুলো হবে “বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং” এর ফেইসবুক পেইজে সকাল ৬.০০টা থেকে ৯.০০টা পর্যন্ত। ক্লাশ শুরু হবে জানুয়ারি ২০২৩ এর ০১ তারিখ থেকে এবং পরবর্তী ক্লাশগুলো হবে প্রতি রবিবার। এই প্রোগ্রামটি সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণযোগ্য।

সিলেবাস বিশ্লেষণ

গণিত –

বিগত সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্নসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় “ক বিভাগ” (বীজগণিত) থেকে ৩টি প্রশ্ন আসে যার থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হয়। ক বিভাগের জন্য গণিত বইয়ের ১, ২, ৩, ৪, ৫, ১১, ১২, ১৩ অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। তবে এবার ২০২৩ সালের পরীক্ষায় পূর্ণ নম্বরের প্রশ্ন হলেও সংক্ষিপ্ত সিলেবাসে ক বিভাগ এর জন্য ২, ৩, ৪ এবং ১৩ এই চারটি অধ্যায় রয়েছে। গত ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসের এসএসসি পরীক্ষায় ২, ৩ ও ১৩ অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। এবার আশা করা যাচ্ছে ২, ৩ এবং ৪ অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে।

একইভাবে “খ বিভাগ” (জ্যামিতি) থেকে ৩টি প্রশ্ন আসে যার থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হয়। খ বিভাগের জন্য গণিত বইয়ের ৬, ৭, ৮, ১৪, ১৫ অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলেও এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধুমাত্র ৭ ও ৮ অধ্যায় থেকে প্রশ্ন আসবে। গত ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৭ ও ৮ অধ্যায় থেকে ৩টি প্রশ্ন এসেছে।

“গ বিভাগ” (ত্রিকোণমিতি ও পরিমিতি) থেকে ৩টি প্রশ্ন আসে যার মধ্যে ২টি প্রশ্নের উত্তর দিতে হয়। গ বিভাগের জন্য গণিত বইয়ের ৯, ১০, ১৬ অধ্যায় থেকে প্রশ্ন আসলেও ২০২৩ সালের পরীক্ষার জন্য প্রণীত সিলেবাসে ১০ অধ্যায় বাদ দেওয়া হয়েছে। গত ২০২২ সালের পরীক্ষায় ৯ অধ্যায় থেকে ২টি ও ১৬ অধ্যায় থেকে ১টি প্রশ্ন এসেছে।

তবে “ঘ বিভাগ” (পরিসংখ্যান) থেকে যথারীতি আগের মতই ২টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। গত ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষাতেও এ অধ্যায় থেকে ২টি প্রশ্ন এসেছে।

পদার্থ –

বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, পদার্থ লিখিত পরীক্ষার সৃজনশীল প্রশ্নউত্তরের জন্য মোট ৮টি প্রশ্ন থাকে যার মধ্য থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে আরও একটি বিষয় স্পষ্ট যে, গতি, শব্দ, আলো, তড়িৎ থেকে বিগত সকল পরীক্ষাতেই প্রশ্ন এসেছে। এবার ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পদার্থ বইয়ের ১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ১১ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। স্পষ্টতই ১ থেকে ৫ অধ্যায় গতি ও কাজ সংক্রান্ত, ৭ অধ্যায় শব্দ ও তরঙ্গ, ৮ অধ্যায় অলোর প্রতিফলন এবং ১১তম অধ্যায় চল তড়িৎ সংক্রান্ত।

রসায়ন –

বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, রসায়ন লিখিত পরীক্ষার সৃজনশীল প্রশ্নউত্তরের জন্য মোট ৮টি প্রশ্ন থাকে যার মধ্য থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হয়। এবার ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী রসায়ন বইয়ের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ১১তম অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে।

কেয়ারিং ক্লাশের পরিকল্পনা

০১.০১.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১। সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি।

০৮.০১.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ২। ভৌত রাশি এবং পরিমাপ, গতি, বল।

১৫.০১.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৩। রসায়নের ধারণা, পদার্থের অবস্থা, পদার্থের গঠন।

২২.০১.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৪। সূচক ও লগারিদম, সসীম ধারা।

২৯.০১.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৫। কাজ ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা।

০৫.০২.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৬। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া।

১২.০২.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৭। ত্রিকোণমিতিক অনুপাত, পরিমিতি।

১৯.০২.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৮। আলোর প্রতিফলন।

২৬.০২.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ৯। পর্যায় সারণি, প্রভলেম সলভিং।

০৫.০৩.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১০। ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত।

১২.০৩.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১১। তরঙ্গ ও শব্দ, চল বিদ্যুৎ।

১৯.০৩.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১২। মোলের ধারণা ও রাসায়নিক গণনা।

২৬.০৩.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১৩। পরিসংখ্যান, প্রভলেম সলভিং।

০২.০৪.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১৪। প্রভলেম সলভিং।

০৯.০৪.২০২৩ ( সকাল ৬.০০টা ) – ১৫। খনিজ সম্পদঃ জীবাশ্ম, প্রভলেম সলভিং।



সাধারণ নীতিমালা

এই কোর্সটিতে অংশগ্রহণের জন্য কোন প্রকার সাইন আপ, রেজিস্ট্রেশন বা অর্থ পরিশোধের প্রয়োজন নেই। বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং আয়োজিত এই প্রোগ্রামটি সম্পূর্ন বিনামূল্যে শিক্ষার্থীদের সহযোগীতার জন্য পরিচালিত হচ্ছে।

এই প্রোগ্রামের লাইভ কেয়ারিং ক্লাসগুলোর এডিটেড ভিডিওগুলো বিদ্যাঘর শেয়ারিং কেয়ারিং ফেইসবুক পেইজবিদ্যাঘর ইউটিউভ চ্যানেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।

কোর্স সংক্রান্ত যে কোন প্রশ্ন, পরামর্শ, অভিযোগের জন্য ইমেল করতে পারেন bidyaghor@gmail.com এই ঠিকানায়।

কিছু গুরুত্বপূর্ণ বিদ্যালিংক

প্রথমিক শিক্ষা বাতায়ন – প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন প্রাথমিক শিক্ষা বাতায়ন।

মাধ্যমিক শিক্ষা বাতায়ন – মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন মাধ্যমিক শিক্ষা বাতায়ন।

উচ্চ শিক্ষা বাতায়ন – বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন উচ্চ শিক্ষা বাতায়ন।

পেশা বাতায়ন – চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিয়মিত আপডেট পেতে ভ্রমণ করুন পেশা বাতায়ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।