ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী সবাইকে বিদ্যাঘর তথ্য ভান্ডারে স্বাগতম। তথ্য ভান্ডারের এই অংশে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের বেসিক থেকে এডভান্সড সকল কিছু ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। আপনি থিম ডেভেলপমেন্টে একদম নতুন হোন অথবা আগে থেকেই অভিজ্ঞ হোন, এই তথ্য ভান্ডারে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সংক্রান্ত অনেক তথ্য খুজে পাবেন।
কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লক থিম অথবা ক্লাসিক থিম ডেভেলপমেন্ট করে? এই তথ্য ভান্ডারে আপনি এ দুটোই খুজে পাবেন।
- ব্লক থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্টের একটি নতুন প্রক্রিয়া যা ওয়ার্ডপ্রেস ৫.৯ ভার্সন থেকে যুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়ার দ্বারা একটি থিমের সকল অংশকে থিম এডিটরের মাধ্যমে নিয়ন্ত্রণ করার সুযোগ পাওয়া যায়।
- ক্লাসিক থিম হচ্ছে থিম ডেভেলপমেন্টের মূল প্রক্রিয়া যেখানে থিম ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ডপ্রেস পি এইচ পি ফাংশন, হুক এবং ফিল্টার ব্যবহার করা হয়।
আপনি যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে একদম নতুন হয়ে থাকেন তাহলে ওয়ার্ডপ্রেস থিম কি, প্রথমে তা জানতে হবে। তারপর ওয়ার্ডপ্রেস লাইসেন্স সম্পর্কে জানতে হবে। এরপর থিম ডেভেলপমেন্ট শুরু করার পূর্বে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এনভাইরনমেন্ট সেটআপ সম্পর্কে জেনে নিতে হবে।
আপনি যদি উপরের ধাপগুলো সম্পন্ন করে থাকেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত। এবার আপনাকে ওয়ার্ডপ্রেস থিম বেসিক থেকে শুরু করে ধারাবাহিকভাবে জানতে হবে। এই অংশটি ব্লক থিম ও ক্লাসিক থিম দুটোর জন্যই অত্যাবশ্যক। এ অংশে আপনি ব্লক থিম ও ক্লাসিক থিমের মধ্যে পার্থক্য জানতে পারবেন। একই সাথে, কোনটি আপনার জন্য প্রযোজ্য এটিও এ পর্ব শেষে বুজতে পারবেন।
আপনি কী এবার আরও এডভান্সড টপিক জানতে প্রস্তুত, তাহলে এ অংশটি আপনার জন্য। এখন ওয়ার্ডপ্রেস এডভান্সড থিম টপিক থেকে ধারাবাহিকভাবে অনুসরণ করুন। এ অংশে আপনি চাইল্ড থিম, বেস্ট UI প্রেক্টিস, থিম টেস্টিং সহ আরও অনেক কিছু জানতে পারবেন।
সর্বশেষ আপনাকে ওয়ার্ডপ্রেস থিম রিলিজ সম্পর্কে জানতে হবে। এ অংশে আপনি ওয়ার্ডপ্রেস থিম রিলিজের সেরা প্রেক্টিসগুলো সম্পর্কে ধারণা পাবেন এবং কীভাবে আপনার থিমকে wordpress.org এর থিম ডিরেক্টরিতে সাবমিটের জন্য প্রস্তুত করবেন এ সম্পর্কেও জানতে পারবেন।
বিদ্যাঘর তথ্য ভান্ডারে আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার বিদ্যাভ্রমণটি শুভ সম্পন্ন হোক। আপনাকে অগ্রিম অভিনন্দন।