বিদ্যাগুচ্ছ – আই সি টি (এইচ এস সি)
বর্তমানে বাংলাদেশ তথ্য প্রযুক্তি নির্ভর হতে চলেছে। তাই বর্তমানের শিক্ষার্থীরা কম্পিউটার বা মনিটরের পর্দায় পড়াশুনা করতে বেশি আগ্রহী। তাছাড়া অনেকে বই পড়ে সবকিছু বুঝতে পারে না বা বুঝতে পাড়লেও আরো সহজভাবে কিভাবে বুঝা যায় তা খুজার চেষ্টা করে। তাই এইচ এস সি শিক্ষার্থীদের জন্য আই সি টি আরো সহজভাবে ও কম কথায় কিভাবে বুঝানো যায় তার জন্য বিদ্যাঘর “আই সি টি (এইচ এস সি)” নামে একটি বিদ্যাগুচ্ছ পরিচালনা করেছে। তাই আই সি টি সম্পর্কে সহজভাবে সঠিক তথ্য জানতে বিজিট করুন বিদ্যাঘর ওয়েবসাইট পরিচালিত “আই সি টি (এইচ এস সি)” বিদ্যাগুচ্ছটি। তারই ধারাবাহিকতায় বিদ্যাগুচ্ছের এই পাতাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
তথ্যসুত্রঃ
- উইকিপিডিয়া
- একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকসমূহ
- জাতীয় তথ্য বাতায়ন (মুক্তপাঠ)